টাকার বিনিময়ে ভোট দিয়ে প্রতারিত হওয়া যাবে না, আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে—এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (২৭ মে) চট্টগ্রাম নগরীর চকবাজারে এক পথসভায় তিনি বলেন, “অতীতের নির্বাচনে টাকার খেলা হয়েছে। আপনাদের ভোট টাকা দিয়ে কিনে আপনাদের ঠকিয়েছে ফ্যাসিস্ট সরকার। দুর্নীতিবাজকে আর ভোট দেবেন না।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ শুরু করতে হবে পরিবার থেকেই। আগে বাবার আয়ের হিসাব জানতে চাইতে হবে ছেলের কাছে।”
এরপর বহদ্দারহাটে আরও এক পথসভায় তিনি বলেন, “যারা দেশ ছেড়ে পালিয়েছে—এই ফ্যাসিস্টরা, তারা যেন আর ফিরে আসতে না পারে। তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।”
চট্টগ্রামের অক্সিজেন এলাকায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেও হাসনাত তার বক্তব্য চালিয়ে যান। ভিজে স্লোগান দেন ট্রাকের ছাদে দাঁড়িয়ে, সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবায়ের আরিফ ও সৈয়দ ইমন।
তিনদিনব্যাপী কর্মসূচির শেষ দিনে চট্টগ্রাম নগরীর চকবাজার, অক্সিজেন, বিপ্লব উদ্যান, নয়াবাজার, হালিশহর, নিউ মার্কেট, বাকলিয়াসহ ৯টি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে চট্টগ্রামের দক্ষিণ ও উত্তরের বিভিন্ন পাহাড়ি ও উপকূলীয় এলাকায়ও সভা করা হয়েছে।