ঢাকা , বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
শাহবাগীদের বিচার দাবি হেফাজতের, জুলাইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সুস্পষ্ট লঘুচাপ ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা, ছয় বিভাগে অতিভারি বর্ষণের পূর্বাভাস হয়রানিমূলক মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলগুলোর সহায়তা চায় সরকার কুকি-চিনের ইউনিফর্ম সন্দেহে চট্টগ্রামে গার্মেন্টস থেকে ফের ১৫ হাজার পোশাক জব্দ বাংলাদেশে পরিবেশবান্ধব পোশাক কারখানার সংখ্যা বেড়ে ২৪৪ ঈদুল আজহা উপলক্ষে পাঁচদিন পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে নাম বদলানো হলো ১৯৫টি স্টেডিয়াম ও ক্রীড়া স্থাপনার বোরো সংগ্রহ সফল হবে বলে আশা খাদ্য উপদেষ্টার ২০২৫ সালের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার অনলাইন জুয়া নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

এনবিআর থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার হচ্ছে: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রতি বছর কয়েক লাখ কোটি টাকা পাচার হচ্ছে। মঙ্গলবার (২৭ মে) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, এনবিআর বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। এর সংস্কারে সরকারের উদ্যোগে একটি সুবিধাভোগী গোষ্ঠীর মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। কর আরোপ ও আদায়ে পৃথক দুটি সংস্থা গঠনের সিদ্ধান্ত দুর্নীতির চক্রে আঘাত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

সরকারি চাকরিজীবীদের দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে হান্নান মাসউদ বলেন, দুর্নীতিবাজদের চাকরিচ্যুতির ঘোষণা দিয়েই আমলা চক্র সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, যুগ পরিবর্তনের জন্য কয়েকজন সাহসী নেতৃত্বই যথেষ্ট।

 

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার আমলে ভারত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে চাপ সৃষ্টি করেছে। ড. ইউনুসের সরকার ২১ বিলিয়ন টাকার সামরিক অস্ত্রচুক্তি বাতিল করে ভারতের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে।

 

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সাইফ পাওয়ারটেকের মাধ্যমে বন্দর নিয়ন্ত্রণ করে হাজার কোটি টাকা পাচার করেছে। বন্দরের আধুনিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া মাত্রই একটি শ্রেণী বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ এবং সঞ্চালনা করেন হাবিবুর রহমান। উদ্বোধন ঘোষণা করেন শহীদ মাহমুদুল হাসান রিজভীর মা ফরিদা ইয়াসমিন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হুমায়রা নূর, আরিফ সোহেল, তুহিন ইমরান ও ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতারা।

জনপ্রিয়

শাহবাগীদের বিচার দাবি হেফাজতের, জুলাইয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

এনবিআর থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার হচ্ছে: হান্নান মাসউদ

প্রকাশিত: ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ অভিযোগ করেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রতি বছর কয়েক লাখ কোটি টাকা পাচার হচ্ছে। মঙ্গলবার (২৭ মে) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, এনবিআর বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। এর সংস্কারে সরকারের উদ্যোগে একটি সুবিধাভোগী গোষ্ঠীর মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। কর আরোপ ও আদায়ে পৃথক দুটি সংস্থা গঠনের সিদ্ধান্ত দুর্নীতির চক্রে আঘাত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

সরকারি চাকরিজীবীদের দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে হান্নান মাসউদ বলেন, দুর্নীতিবাজদের চাকরিচ্যুতির ঘোষণা দিয়েই আমলা চক্র সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও বলেন, যুগ পরিবর্তনের জন্য কয়েকজন সাহসী নেতৃত্বই যথেষ্ট।

 

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার আমলে ভারত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে চাপ সৃষ্টি করেছে। ড. ইউনুসের সরকার ২১ বিলিয়ন টাকার সামরিক অস্ত্রচুক্তি বাতিল করে ভারতের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে।

 

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সাইফ পাওয়ারটেকের মাধ্যমে বন্দর নিয়ন্ত্রণ করে হাজার কোটি টাকা পাচার করেছে। বন্দরের আধুনিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া মাত্রই একটি শ্রেণী বাধা হয়ে দাঁড়িয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ এবং সঞ্চালনা করেন হাবিবুর রহমান। উদ্বোধন ঘোষণা করেন শহীদ মাহমুদুল হাসান রিজভীর মা ফরিদা ইয়াসমিন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হুমায়রা নূর, আরিফ সোহেল, তুহিন ইমরান ও ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতারা।