গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে হাট ইজারাদারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। মঙ্গলবার (২৭ মে) সকালে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মোহাম্মদ আল কামাহ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
হাটে ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের একাধিক অভিযোগ পাওয়ার পর এ অভিযান চালানো হয়। অভিযানের সময় ইজারাদারকে সতর্ক করে সরকারি নির্ধারিত টোল তালিকা প্রকাশ্যে টানানোর নির্দেশ দেওয়া হয়, যাতে সবাই সহজে টোল হার জানতে পারে।
ইউএনও জানান, জনভোগান্তি রোধে হাটবাজারে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।