চার দিনের সফরে জাপান গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
২৯ ও ৩০ মে অনুষ্ঠেয় নিক্কেই সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি এ সফর দ্বিপাক্ষিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানিয়েছেন, সফরের সময় জাপানের কাছে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাওয়া হবে। এ ছাড়া জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রফতানির নতুন সুযোগ নিয়েও আলোচনা হবে।