বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য সিভিল এভিয়েশন একাডেমি পরিচালিত ফাউন্ডেশন ট্রেনিং কোর্স ও বেসিক অফিস ম্যানেজমেন্ট কোর্সের সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বেবিচকের সদর দফতরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৫০ জন কর্মকর্তার হাতে সনদ তুলে দেওয়া হয়।
সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বলেন, এই প্রশিক্ষণের লক্ষ্য কেবল সনদ অর্জন নয়, বরং অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল খাতে গুরত্বপূর্ণ পেশাগত যাত্রার সূচনা করা।
তিনি আরও বলেন, এই যাত্রায় নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরাপত্তার অঙ্গীকার থাকতে হবে। সিভিল এভিয়েশন একাডেমির আন্তর্জাতিক স্বীকৃতি—ICAO TRAINAIR PLUS গোল্ড মেম্বারশিপ অর্জন—দেশের প্রশিক্ষণ ব্যবস্থার গুণগত মানের প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের নিবেদিত পরিশ্রমই একাডেমির কার্যক্রমকে সফল করে তুলছে এবং দক্ষ জনবল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বেবিচকের সদস্য, বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।