সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ সচেতনতা বাড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক এ কর্মসূচিতে কোস্টগার্ড সদস্যদের সঙ্গে দ্বীপের বিএন স্কুলের ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
কোস্টগার্ড জানায়, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নিরাপত্তা রক্ষা ও পরিবেশ দূষণ প্রতিরোধে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই অভিযানে ২২ জন কোস্টগার্ড সদস্যের নেতৃত্বে সমুদ্র তীরবর্তী এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে, যা উপকূলীয় এলাকার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।