জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমস্যা সমাধানে কয়েক ঘণ্টার মধ্যে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় তার ফেসবুক অ্যাডমিন অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা নিশ্চিত করেছেন যে জবির সমস্যা নিয়ে সরকারের পদক্ষেপ শিগগিরই জানানো হবে।
এদিকে, চার দফা দাবি আদায়ে গণ-অনশন কর্মসূচি শুরু করেছেন জবি’র শিক্ষক ও শিক্ষার্থীরা।
জুমার নামাজের পর বিকেল ৩টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন। তিনি বলেন, “আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে যে আর পেছনে ফেরার সুযোগ নেই। বিজয় না নিয়ে ফিরছি না।”
সমাবেশে সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের অ্যালামনাইসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।