রাঙ্গামাটিতে শুরু হয়েছে দেশের প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স সম্মেলন ও কার্নিভাল। শুক্রবার (১৬ মে) বিকেলে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়।
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে দেশের খ্যাতিমান বিজ্ঞানী, গবেষক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। উদ্বোধনের পর তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়, যেখানে বায়োসায়েন্স ও স্বাস্থ্যসেবায় উদ্ভাবন, প্রকৃতি থেকে ওষুধ আবিষ্কারের সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রখ্যাত বিজ্ঞানীরা।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী, ইউজিসির সদস্য ড. সাইদুর রহমান এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহিনুল আলম গবেষণা ও বিজ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।
তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে কর্মশালা, পোস্টার প্রদর্শনী এবং বৈজ্ঞানিক আলোচনা। অংশ নিচ্ছেন দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
ড. আবেদ চৌধুরী বলেন, “পঞ্চ ব্রি প্রজাতি পাহাড়ে কাজে লাগানো যায় কিনা, সেটা গবেষণার মাধ্যমে দেখতে হবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এখানকার ১০০ ধান প্রজাতি পরীক্ষা করে উপযোগী জাত নির্ধারণ করা সম্ভব।”
আয়োজকরা আশা করছেন, এ আয়োজন নতুন প্রজন্মের গবেষকদের অনুপ্রাণিত করবে এবং দেশের বিজ্ঞানচর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে।