‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ নামের ফেসবুক গ্রুপে প্রচার দেখে প্রতারণার ফাঁদে পড়ে ২৫ ভরি স্বর্ণ হারিয়েছেন রাজধানীর নিউমার্কেট এলাকার এক নারী। তবে শেষ রক্ষা হয়নি প্রতারক চক্রের—ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গ্রেফতার হয়েছেন চক্রের তিন সদস্য।
শনিবার (১৭ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
তিনি বলেন, সন্তান না হওয়ার দুশ্চিন্তায় থাকা ওই নারী ‘দোয়া কবুলের অলৌকিক গল্প’ গ্রুপে তদবির রুকাইয়া নামের একটি পোস্ট দেখে মেসেঞ্জারে যোগাযোগ করেন। সেখান থেকেই প্রতারণার শুরু। ধাপে ধাপে ওই নারী হারান ২৫ ভরি স্বর্ণ, নগদ অর্থ ও কাপড়চোপড়।
এক বছর পর পুলিশের তদন্তে সাভার থেকে আশিফুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে গ্রেফতার করা হয় গ্রুপের এডমিন সানজিদা আলম ও আরও এক সহযোগীকে। সানজিদার প্রকৃত নাম অনামিকা, তিনি মোহাম্মদপুরের বসিলা হাউজিং এলাকায় থাকেন।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৮৫ ভরি স্বর্ণ ও সাড়ে তিন লাখ নগদ টাকা।
মো. মাসুদ আলম বলেন, “অনলাইনে ভুয়া পেজ বা আইডির মাধ্যমে প্রতারণা বেড়েছে। সন্তান না হওয়া নিয়ে মানসিকভাবে দুর্বল মানুষদের টার্গেট করে এ চক্র প্রতারণা করত। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”