বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) অত্যাধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি কার্যক্রম জোরদার করেছে। এর ফলে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ও প্রতারণা সংক্রান্ত গুজবের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (১৮ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি পরীক্ষার (১০ এপ্রিল – ১৩ মে) সময় গুজব, ভুয়া তথ্য এবং আর্থিক প্রতারণা ঠেকাতে সিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখা প্রযুক্তিনির্ভর কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
সিপিসির নজরদারিতে ১৭টি ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী ফেসবুক অ্যাকাউন্ট, পেজ, গ্রুপ, টিকটক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল শনাক্ত করে বন্ধ করা হয়েছে। এছাড়া মোবাইল নম্বর, আইপি ঠিকানা ও অন্যান্য ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
আইনি পদক্ষেপ: সাইবার সিকিউরিটি আইন, ২০২৩-এর ৮ ধারা অনুসারে প্রতারণামূলক কনটেন্ট অপসারণে উচ্চ অগ্রাধিকার ভিত্তিতে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে টেকডাউন রিকোয়েস্ট পাঠানো হয়েছে। এতে বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
এই সফল নজরদারির ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থা বেড়েছে এবং পরীক্ষার পরিবেশ নিরাপদ হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
সন্দেহজনক তথ্য জানানোর জন্য যোগাযোগ:
সিপিসি হেল্পলাইন: ০১৩২০০১০১৪৬
ফেসবুক পেজ: facebook.com/cpccidbdpolice
ইমেইল: [email protected]
সিপিসি সবাইকে অনুরোধ করেছে, কোনো সন্দেহজনক অনলাইন কার্যক্রম নজরে এলে সাথে সাথে তাদের জানাতে।