ঢাকা , শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রাখায় এনসিটিবিকে সম্মাননা প্রদান সুপ্রিম কোর্ট এলাকা ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা ডিএমপির বৃত্তির অর্থ নিয়ে জালিয়াতি রোধে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাউশির সতর্কবার্তা ঢাকার ৩৩ খাল রক্ষায় সবুজায়ন ও সচেতনতা কার্যক্রম শুরু করছে ডিএনসিসি ও স্বেচ্ছাসেবীরা ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করলো সরকার সর্বজনীন পেনশন স্কিমে আরও ১২ ব্যাংকের সঙ্গে চুক্তি, মোট সংখ্যা এখন ২৪ সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৮৯ জন ফারাক্কা বাঁধে বাংলাদেশের অস্তিত্ব হুমকিতে: মির্জা ফখরুল বরিশালে বিএনপি অফিসে অগ্নিসংযোগ: শ্রমিক লীগ সভাপতি ও যুবলীগ নেতা গ্রেফতার চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা রিয়াদ চৌধুরী কারাগারে, দল থেকেও বহিষ্কার

তোমার আচরণ এখন ফ্যাসিবাদীর মতো—উপদেষ্টা মাহফুজকে জবি শিক্ষক

‘বিপ্লব সফল না হলে তুমি উপদেষ্টা হতে পারতা না। এখন তোমার আচারণ ফ্যাসিবাদীর মতো।’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় অবস্থান কর্মসূচি চলাকালে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ড. রইছ উদ্দীন বলেন, বৈষম্যহীন দেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালযয়ের শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালাতে পারে না, এর বিচার করতে হবে।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই উপদেষ্টা ছাত্রদের কাতারের একজন। আমরা তার কাছে আশা করেছিলাম, উনি আমাদের বুঝবেসন, সহযোগিতা করবেন। কিন্তু উনি তা করেনি। বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না। এখন তোমার ভাব ফ্যাসিবাদীর মতো। কারো শক্তি নেই আমাদের বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেওয়ার।’

দাবি মেনে নিলে দুই মিনিটের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফেরত যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত দাবি মানা না হবে আমরা এখানেই অবস্থান করব। কর্মকর্তা কর্মচারী আমরা সবাই এখানে, ক্যাম্পাস শাটডাউন। অটো শাটডাউন।’

টানা দুই দিন চার দফা দাবিতে কেন্দ্রীয়ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন চলছে। চলমান আন্দোলন বেগবান করতে ক্যাম্পাস থেকে বাসে করে কাকরাইল মোড়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০টি বাসে শিক্ষক-শিক্ষার্থীরা এসেছেন।

টানা ৩০ ঘণ্টা দাবি আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছে। এদিন বৃষ্টিতে ভিজেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

জনপ্রিয়

ডিজিটাল অন্তর্ভুক্তিতে অবদান রাখায় এনসিটিবিকে সম্মাননা প্রদান

তোমার আচরণ এখন ফ্যাসিবাদীর মতো—উপদেষ্টা মাহফুজকে জবি শিক্ষক

প্রকাশিত: ৫ ঘন্টা আগে

‘বিপ্লব সফল না হলে তুমি উপদেষ্টা হতে পারতা না। এখন তোমার আচারণ ফ্যাসিবাদীর মতো।’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় অবস্থান কর্মসূচি চলাকালে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

ড. রইছ উদ্দীন বলেন, বৈষম্যহীন দেশে একটা পাবলিক বিশ্ববিদ্যালযয়ের শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালাতে পারে না, এর বিচার করতে হবে।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই উপদেষ্টা ছাত্রদের কাতারের একজন। আমরা তার কাছে আশা করেছিলাম, উনি আমাদের বুঝবেসন, সহযোগিতা করবেন। কিন্তু উনি তা করেনি। বিপ্লব যদি সফল না হতো তুমি উপদেষ্টা হতে পারতা না। এখন তোমার ভাব ফ্যাসিবাদীর মতো। কারো শক্তি নেই আমাদের বল প্রয়োগ করে এই জায়গা থেকে তাড়িয়ে দেওয়ার।’

দাবি মেনে নিলে দুই মিনিটের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফেরত যাওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত দাবি মানা না হবে আমরা এখানেই অবস্থান করব। কর্মকর্তা কর্মচারী আমরা সবাই এখানে, ক্যাম্পাস শাটডাউন। অটো শাটডাউন।’

টানা দুই দিন চার দফা দাবিতে কেন্দ্রীয়ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের চলমান আন্দোলন চলছে। চলমান আন্দোলন বেগবান করতে ক্যাম্পাস থেকে বাসে করে কাকরাইল মোড়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০টি বাসে শিক্ষক-শিক্ষার্থীরা এসেছেন।

টানা ৩০ ঘণ্টা দাবি আদায়ের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছে। এদিন বৃষ্টিতে ভিজেও আন্দোলন চালিয়ে যান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।