ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মার্ক কার্নি

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার (৯ মার্চ) লিবারেল পার্টির প্রেসিডেন্ট তার নাম ঘোষণা করেন। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

রোববার দলের সদস্যদের ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করা হয়। এতে ৮৬ শতাংশ ভোট পেয়ে লিবারেল পার্টির নেতৃত্বে জয়ী হন কার্নি। কানাডার রাজনৈতিক প্রক্রিয়া অনুযায়ী, দলীয় প্রধানই সাধারণত প্রধানমন্ত্রী হন।

মার্ক কার্নি আগে কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে, তার এই অভিজ্ঞতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন চুক্তি করতে সহায়ক হবে।

চলতি বছরের জানুয়ারিতে দলীয় বিরোধ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হলেন কার্নি।

কানাডায় আগামী ২০ অক্টোবরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ততদিন পর্যন্ত দেশের দায়িত্ব পালন করবেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মার্ক কার্নি

প্রকাশিত: ০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার (৯ মার্চ) লিবারেল পার্টির প্রেসিডেন্ট তার নাম ঘোষণা করেন। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

রোববার দলের সদস্যদের ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করা হয়। এতে ৮৬ শতাংশ ভোট পেয়ে লিবারেল পার্টির নেতৃত্বে জয়ী হন কার্নি। কানাডার রাজনৈতিক প্রক্রিয়া অনুযায়ী, দলীয় প্রধানই সাধারণত প্রধানমন্ত্রী হন।

মার্ক কার্নি আগে কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধারণা করা হচ্ছে, তার এই অভিজ্ঞতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন চুক্তি করতে সহায়ক হবে।

চলতি বছরের জানুয়ারিতে দলীয় বিরোধ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হলেন কার্নি।

কানাডায় আগামী ২০ অক্টোবরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ততদিন পর্যন্ত দেশের দায়িত্ব পালন করবেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।