ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

ইউরোপে মার্কিন দূতাবাস বন্ধের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

এবার ইউরোপের একাধিক দেশে মার্কিন দূতাবাস বন্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিশ্বব্যাপী নিজেদের দূতাবাসগুলোতে কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনাও করছে দেশটি। আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে কূটনৈতিক উপস্থিতি কমানো এবং ইউএসএআইডি ভেঙে দেয়ার কারণে বিশ্বব্যাপী মার্কিন প্রভাব দুর্বল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অভিবাসী তাড়ানো ও বৈদেশিক সহায়তা বন্ধের পর ইউরোপে বেশ কয়েকটি দেশে দূতাবাস বন্ধের পরিকল্পনা গ্রহণ করে যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে জার্মানির লাইপজিগ, হামবুর্গ ও ডুসেলডর্ফ, ফ্রান্সের বোর্দো ও স্টাসবুর্গ, ইতালির ফ্লোরেন্সসহ কয়েকটি ছোট শহরে দূতাবাস বন্ধ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেনি মার্কিন পররাষ্ট্র দফতর।

ইউক্রেন ইস্যুতে ইউরোপ-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এ খবর সামনে এলো। এদিকে বিশ্বব্যাপী কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনেও পররাষ্ট্র দফতরের বেশ কয়েকটি ব্যুরো একীভূত করার পরিকল্পনা করা হচ্ছে। তালিকায় থাকতে পারে মানবাধিকার, শরণার্থী ও মানবপাচার রোধে কাজ করা প্রতিষ্ঠানও।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে কূটনৈতিক উপস্থিতি কমানো এবং ইউএসএআইডি ভেঙে দেয়ার ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব দুর্বল হয়ে পড়তে পারে। এ সুযোগে স্থান দখল করতে পারে চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীরা।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

ইউরোপে মার্কিন দূতাবাস বন্ধের পরিকল্পনায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

এবার ইউরোপের একাধিক দেশে মার্কিন দূতাবাস বন্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বিশ্বব্যাপী নিজেদের দূতাবাসগুলোতে কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনাও করছে দেশটি। আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে কূটনৈতিক উপস্থিতি কমানো এবং ইউএসএআইডি ভেঙে দেয়ার কারণে বিশ্বব্যাপী মার্কিন প্রভাব দুর্বল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অভিবাসী তাড়ানো ও বৈদেশিক সহায়তা বন্ধের পর ইউরোপে বেশ কয়েকটি দেশে দূতাবাস বন্ধের পরিকল্পনা গ্রহণ করে যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে জার্মানির লাইপজিগ, হামবুর্গ ও ডুসেলডর্ফ, ফ্রান্সের বোর্দো ও স্টাসবুর্গ, ইতালির ফ্লোরেন্সসহ কয়েকটি ছোট শহরে দূতাবাস বন্ধ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেনি মার্কিন পররাষ্ট্র দফতর।

ইউক্রেন ইস্যুতে ইউরোপ-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এ খবর সামনে এলো। এদিকে বিশ্বব্যাপী কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনাও করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনেও পররাষ্ট্র দফতরের বেশ কয়েকটি ব্যুরো একীভূত করার পরিকল্পনা করা হচ্ছে। তালিকায় থাকতে পারে মানবাধিকার, শরণার্থী ও মানবপাচার রোধে কাজ করা প্রতিষ্ঠানও।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে কূটনৈতিক উপস্থিতি কমানো এবং ইউএসএআইডি ভেঙে দেয়ার ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব দুর্বল হয়ে পড়তে পারে। এ সুযোগে স্থান দখল করতে পারে চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বীরা।