ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

চান্দগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

নগরীর চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে মো. নিজাম উদ্দীন ও কক্সবাজার জেলার মহেশখালী থানার উত্তর রাজঘাট এলাকার মাছুদ আলীর ছেলে মো. খোকন।

এ বিষয়ে নগর ট্রাফিক পুলিশের (উত্তর) সহকারী কমিশনার শরিফুল বলেন, মঙ্গলবার সকাল থেকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ গাড়ির বিরুদ্ধে আমাদের অভিযান ছিল। অভিযানে কনস্টেবল কালা চাঁন মিয়ার গায়ে হাত দেয় শ্রমিকরা। পরে তারা সংঘবদ্ধাভাবে অভিযান পরিচালনাকারী পুরো টিমের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযানে ৩৬ টি গ্রাম সিএনজি, চারটি ট্রাক ও ২ টি টেম্পু জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলায় ঘটনায় একটি মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। বাকী আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

চান্দগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

প্রকাশিত: ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

নগরীর চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে মো. নিজাম উদ্দীন ও কক্সবাজার জেলার মহেশখালী থানার উত্তর রাজঘাট এলাকার মাছুদ আলীর ছেলে মো. খোকন।

এ বিষয়ে নগর ট্রাফিক পুলিশের (উত্তর) সহকারী কমিশনার শরিফুল বলেন, মঙ্গলবার সকাল থেকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবৈধ গাড়ির বিরুদ্ধে আমাদের অভিযান ছিল। অভিযানে কনস্টেবল কালা চাঁন মিয়ার গায়ে হাত দেয় শ্রমিকরা। পরে তারা সংঘবদ্ধাভাবে অভিযান পরিচালনাকারী পুরো টিমের ওপর হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযানে ৩৬ টি গ্রাম সিএনজি, চারটি ট্রাক ও ২ টি টেম্পু জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ট্রাফিক পুলিশের ওপর হামলায় ঘটনায় একটি মামলা হয়েছে। এরই প্রেক্ষিতে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। বাকী আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।