ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে রুল

হাইকোর্ট মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা, মিনিট এবং এসএমএস পরবর্তী ডাটা, মিনিট ও এসএমএস প্যাকেজের সঙ্গে অন্তর্ভুক্ত না করার বিষয়ে রুল জারি করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ও সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) চেয়ারম্যান এবং সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। রিটের পক্ষে শুনানিতে আইনজীবী মো. মিজানুর রহমান কায়েস উপস্থিত ছিলেন।

রিটের পক্ষের আইনজীবী বলেন, বাংলাদেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মোবাইল গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। আইন অনুযায়ী, মোবাইল ফোনের অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সঙ্গে যুক্ত করা উচিত। কিন্তু বর্তমানে মোবাইল ফোনের জন্য ক্রয়কৃত ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস অব্যবহৃত থাকলেও তা পরবর্তীতে ব্যবহার করা যায় না। তিনি আরও বলেন, মোবাইল কোম্পানিগুলো বিটিআরসির আইন মানছে না এবং তাদের সিদ্ধান্ত অযৌক্তিক।

আইনজীবী মিজানুর রহমান জানান, মোবাইল কোম্পানিগুলোর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে তারা কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তিনি হাইকোর্টে রিট করেন। আজ রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজে যুক্ত করতে রুল

প্রকাশিত: ০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

হাইকোর্ট মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডাটা, মিনিট এবং এসএমএস পরবর্তী ডাটা, মিনিট ও এসএমএস প্যাকেজের সঙ্গে অন্তর্ভুক্ত না করার বিষয়ে রুল জারি করেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ও সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালত ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিআরটিসি) চেয়ারম্যান এবং সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। রিটের পক্ষে শুনানিতে আইনজীবী মো. মিজানুর রহমান কায়েস উপস্থিত ছিলেন।

রিটের পক্ষের আইনজীবী বলেন, বাংলাদেশে প্রায় ১ কোটি ৩১ লাখ মোবাইল গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন। আইন অনুযায়ী, মোবাইল ফোনের অব্যবহৃত ডাটা পরবর্তী ডাটার সঙ্গে যুক্ত করা উচিত। কিন্তু বর্তমানে মোবাইল ফোনের জন্য ক্রয়কৃত ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস অব্যবহৃত থাকলেও তা পরবর্তীতে ব্যবহার করা যায় না। তিনি আরও বলেন, মোবাইল কোম্পানিগুলো বিটিআরসির আইন মানছে না এবং তাদের সিদ্ধান্ত অযৌক্তিক।

আইনজীবী মিজানুর রহমান জানান, মোবাইল কোম্পানিগুলোর এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটককে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে তারা কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তিনি হাইকোর্টে রিট করেন। আজ রিটের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছেন।