ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সুপারভাইজার থেকে সম্পদের সাম্রাজ্য—রাজনৈতিক ছত্রচ্ছায়ায় উত্থান ময়মনসিংহ-সিলেটে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ছয় জেলায় তাপপ্রবাহ অব্যাহত ইসরাইলে ভয়াবহ দাবানল, বহু শহরে ছড়িয়ে পড়েছে আগুন — জরুরি অবস্থা জারি কুয়েট ভিসি ও প্রোভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত সরকারের দুবাইয়ে সম্পদ গড়া ৪৫৯ বাংলাদেশির বিরুদ্ধে তদন্তে দুদক কৃষিপণ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ-ভুটান শাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ-চায়না টি সামিট-২০২৫’ দাবি উত্থাপনে সরকার সংবেদনশীলভাবে কাজ করছে: শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বরিশাল সিটি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে জাপা প্রার্থীর মামলা দেশেই এনজিএস-ভিত্তিক ক্যানসার নির্ণয় শুরু করছে আইসিডিডিআরবি

ময়মনসিংহ-সিলেটে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ছয় জেলায় তাপপ্রবাহ অব্যাহত

দেশের দুটি অঞ্চলে আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এই কারণে ওইসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, দেশের ছয়টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এই তাপপ্রবাহ দুইটি বিভাগে বিস্তার লাভ করেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশের পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জনপ্রিয়

সুপারভাইজার থেকে সম্পদের সাম্রাজ্য—রাজনৈতিক ছত্রচ্ছায়ায় উত্থান

ময়মনসিংহ-সিলেটে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ছয় জেলায় তাপপ্রবাহ অব্যাহত

প্রকাশিত: ৭ ঘন্টা আগে

দেশের দুটি অঞ্চলে আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এই কারণে ওইসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, দেশের ছয়টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। এই তাপপ্রবাহ দুইটি বিভাগে বিস্তার লাভ করেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আজ দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

সারা দেশের পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।