ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল কুয়েটের রোকেয়া হলের তালা ভেঙে ঢুকলেন ছাত্রীরা, আন্দোলন চলছে অনড়ভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার গুম প্রতিরোধে অধ্যাদেশ আনছে সরকার: আইন উপদেষ্টা সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা

আইসিসির সুবিধার অভিযোগ খারিজ করে দিলেন ভারতের ব্যাটিং কোচ

চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। একমাত্র এই ভেন্যুতেই খেলে যাচ্ছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি, যেখানে অন্য দলগুলো দীর্ঘ সফরে ক্লান্ত। একই মাঠে ম্যাচের পর ম্যাচ খেলার পর এখন ফাইনালের দিকে তাকিয়ে ভারত।

এমন পরিস্থিতিতে কিছু সমালোচক অভিযোগ করেছেন যে, ভারত আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে, যার কারণে তারা আসরে সফল হয়েছে। তবে ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক এই অভিযোগ একদমই মানেন না। তিনি বলেন, “আমি বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে। সূচি আগেই চূড়ান্ত করা হয়েছে, আর আমরা যখন টানা চারটি ম্যাচ জিতেছি, তখন কেন এমন কথা বলা হচ্ছে?”

কোটাক আরও বলেন, “টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন ছিল, কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছেছি বলেই যদি কিছু মানুষ এমন অভিযোগ করতে শুরু করে, সেটা খুবই অস্বাভাবিক। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী।”

তিনি জানান, টুর্নামেন্টে ভালো করতে না পারলে অভিযোগ করা একদমই অনুচিত। “দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেললেই শুধু বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই,” বলেন কোটাক।

কোটাক আরও জানান, যদিও ভারত এখানে অনুশীলন করছে এবং ম্যাচ খেলছে, তবে উইকেটের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। তিনি বলেন, “খেলা হচ্ছে ভিন্ন উইকেটে, সূচি তো আগেই ঠিক করা হয়েছে। এখানে কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গেছে।”

এছাড়া, ফাইনালের আগে ভারতীয় দলের প্রস্তুতি এবং মনোভাবের প্রশংসা করে কোটাক নিশ্চিত করেছেন যে, দলটি নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে।

জনপ্রিয়

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বিশ্ব ব্যাংকের সাত সদস্যের প্রতিনিধি দল

আইসিসির সুবিধার অভিযোগ খারিজ করে দিলেন ভারতের ব্যাটিং কোচ

প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজক দেশ পাকিস্তান হলেও, ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। একমাত্র এই ভেন্যুতেই খেলে যাচ্ছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি, যেখানে অন্য দলগুলো দীর্ঘ সফরে ক্লান্ত। একই মাঠে ম্যাচের পর ম্যাচ খেলার পর এখন ফাইনালের দিকে তাকিয়ে ভারত।

এমন পরিস্থিতিতে কিছু সমালোচক অভিযোগ করেছেন যে, ভারত আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে, যার কারণে তারা আসরে সফল হয়েছে। তবে ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক এই অভিযোগ একদমই মানেন না। তিনি বলেন, “আমি বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে। সূচি আগেই চূড়ান্ত করা হয়েছে, আর আমরা যখন টানা চারটি ম্যাচ জিতেছি, তখন কেন এমন কথা বলা হচ্ছে?”

কোটাক আরও বলেন, “টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন ছিল, কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছেছি বলেই যদি কিছু মানুষ এমন অভিযোগ করতে শুরু করে, সেটা খুবই অস্বাভাবিক। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী।”

তিনি জানান, টুর্নামেন্টে ভালো করতে না পারলে অভিযোগ করা একদমই অনুচিত। “দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেললেই শুধু বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই,” বলেন কোটাক।

কোটাক আরও জানান, যদিও ভারত এখানে অনুশীলন করছে এবং ম্যাচ খেলছে, তবে উইকেটের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। তিনি বলেন, “খেলা হচ্ছে ভিন্ন উইকেটে, সূচি তো আগেই ঠিক করা হয়েছে। এখানে কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গেছে।”

এছাড়া, ফাইনালের আগে ভারতীয় দলের প্রস্তুতি এবং মনোভাবের প্রশংসা করে কোটাক নিশ্চিত করেছেন যে, দলটি নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করবে।