ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

কর্মবিরতির হুঁশিয়ারি বিশেষজ্ঞ চিকিৎসকদের

স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা সময় বেঁধে দিয়েছেন। তাদের দাবি আদায় না হলে ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন তারা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডিরেক্টর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, তাদের যৌক্তিক দাবি-দাওয়া বারবার বিভিন্ন কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হলেও মিথ্যা আশ্বাসে পদোন্নতি আটকে রাখা হচ্ছে। এ অবস্থায় তারা বাধ্য হয়ে কর্মবিরতির মতো চরম কর্মসূচিতে যাচ্ছেন। ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে টানা কর্মবিরতিতে যাওয়া হতে পারে।ঘোষিত কর্মসূচির সময় স্বাস্থ্য ব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তার দায় মন্ত্রণালয়কে নিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত হিসেবে পদোন্নতি দাবি করেছেন তারা। বিসিএস স্বাস্থ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চাকরির নিয়মানুযায়ী নির্দিষ্ট সময় পর পদোন্নতি দেওয়া হয় কাজের মান ও গতিশীলতা বৃদ্ধির জন্য। বিভাগীয় পরীক্ষায় পাস এবং ফাউন্ডেশন ট্রেনিং সম্পন্ন করা থাকলে চাকরি স্থায়ী হয়। চাকরি স্থায়ী এবং চাকরির চার বছর হলে সিনিয়র স্কেল পরীক্ষা দেওয়া যায়। এরপর উত্তীর্ণরা পদোন্নতির যোগ্য হয়।

সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন বলেন, “এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে প্রথমে তিন দিন দু-ঘণ্টা করে এবং পরবর্তী সময়ে টানা কর্মবিরতিতে যাওয়া হবে।”

চিকিৎসকরা দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবি নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় তারা এবার কর্মবিরতির মতো চরম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন।

এই কর্মবিরতি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এবং রোগীদের সেবা প্রদানে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই চিকিৎসকদের দাবি মেনে নেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

কর্মবিরতির হুঁশিয়ারি বিশেষজ্ঞ চিকিৎসকদের

প্রকাশিত: ০৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা সময় বেঁধে দিয়েছেন। তাদের দাবি আদায় না হলে ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন তারা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডিরেক্টর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, তাদের যৌক্তিক দাবি-দাওয়া বারবার বিভিন্ন কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হলেও মিথ্যা আশ্বাসে পদোন্নতি আটকে রাখা হচ্ছে। এ অবস্থায় তারা বাধ্য হয়ে কর্মবিরতির মতো চরম কর্মসূচিতে যাচ্ছেন। ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত দৈনিক দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে টানা কর্মবিরতিতে যাওয়া হতে পারে।ঘোষিত কর্মসূচির সময় স্বাস্থ্য ব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তার দায় মন্ত্রণালয়কে নিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারনিউমারারি বা সংখ্যাতিরিক্ত হিসেবে পদোন্নতি দাবি করেছেন তারা। বিসিএস স্বাস্থ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চাকরির নিয়মানুযায়ী নির্দিষ্ট সময় পর পদোন্নতি দেওয়া হয় কাজের মান ও গতিশীলতা বৃদ্ধির জন্য। বিভাগীয় পরীক্ষায় পাস এবং ফাউন্ডেশন ট্রেনিং সম্পন্ন করা থাকলে চাকরি স্থায়ী হয়। চাকরি স্থায়ী এবং চাকরির চার বছর হলে সিনিয়র স্কেল পরীক্ষা দেওয়া যায়। এরপর উত্তীর্ণরা পদোন্নতির যোগ্য হয়।

সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আল আমিন বলেন, “এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে প্রথমে তিন দিন দু-ঘণ্টা করে এবং পরবর্তী সময়ে টানা কর্মবিরতিতে যাওয়া হবে।”

চিকিৎসকরা দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবি নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় তারা এবার কর্মবিরতির মতো চরম পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন।

এই কর্মবিরতি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এবং রোগীদের সেবা প্রদানে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই চিকিৎসকদের দাবি মেনে নেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।