রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকার পর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি মন্দির গেটে লাগা আগুন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিটের প্রচেষ্টায় রাত পৌনে ২টার দিকে নিয়ন্ত্রণে আসে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে কড়াইল বস্তির একটি দোকানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য এখনও জানা যায়নি।
এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রায় ২০টি দোকান ও দুটি স’মিল পুড়ে যায়।