চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের রামুর চাকমারকুল এলাকায় ট্রাকের চাপায় সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাকমারকুল কলঘর বাজারস্থ এন.আলম ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তেচ্ছিপুল এলাকার মৃত ফারুক আহমদের পুত্র।
রামু তুলাতুলী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, নিজের বাড়ি থেকে বের হয়ে রামুর তেচ্ছিপুল থেকে কক্সবাজার শহরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলামকে চাপা দেয়।
চাপা পড়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
ওসি জানান, এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গেছে।