ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মশাল মিছিল

পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শুরু করে বিজ্ঞান অনুষদ চত্বর ও কাঁঠাল তলা ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে এ মিছিল শেষ করেন তারা।

এসময় তারা, নিপীড়কের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; হামলাকারীর কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও; জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; আমার মাটি আমার মা, উগ্রবাদের হবে না; আমার মাটি আমার মা, সন্ত্রাসীদের হবে না ; দিতে হবে দিয়ে দাও, আদিবাসী স্বীকৃতি ; “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই ইত্যাদি স্লোগান দেন।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, পূর্ববর্তী সরকারের মতো এ সরকারও আদিবাসীদের স্বীকৃতি দিতে অস্বীকার করছে। তারা যখন ন্যায্য দাবিতে নিজেদের ‘আদিবাসী’ স্বীকৃতি চেয়ে মিছিল দিয়েছে, তাদের মিছিলে একটি সংগঠন পুলিশের সামনে হামলা চালিয়েছে। তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা করেছে। আজকে কার্জন হলের সামনে তাদের মিছিলে পুলিশও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

আইন বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, যে নিপীড়ন থেকে রক্ষা পেতে দেশের ছাত্র-জনতা এত রক্ত দিল। সেই ছাত্র জনতার ওপরই এখন হামলা করা হচ্ছে। আদিবাসীদের অধিকার আাদায়ের মিছিলে যখন একটি সংগঠনের মানুষ আক্রমণ করে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে আহত করেছে, তখন সরকারের পুলিশ বাহিনী নিরব ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে এই সরকার বুঝিয়ে দিল তারা আসলে সাধারণ জনগণকে সেবা দিচ্ছে না। তারা আসলে সাধারণ জনগণের সরকার নয়।

এর আগে এদিন ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ কর্তৃক আদিবাসী ছাত্র-জনতার ওপর নৃশংস হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভের ডাক দিয়েছিল সংক্ষুব্ধ ছাত্র জনতা। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

পাহাড়ি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মশাল মিছিল

প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে শুরু করে বিজ্ঞান অনুষদ চত্বর ও কাঁঠাল তলা ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে এ মিছিল শেষ করেন তারা।

এসময় তারা, নিপীড়কের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; হামলাকারীর কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও; জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; আমার মাটি আমার মা, উগ্রবাদের হবে না; আমার মাটি আমার মা, সন্ত্রাসীদের হবে না ; দিতে হবে দিয়ে দাও, আদিবাসী স্বীকৃতি ; “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই ইত্যাদি স্লোগান দেন।

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, পূর্ববর্তী সরকারের মতো এ সরকারও আদিবাসীদের স্বীকৃতি দিতে অস্বীকার করছে। তারা যখন ন্যায্য দাবিতে নিজেদের ‘আদিবাসী’ স্বীকৃতি চেয়ে মিছিল দিয়েছে, তাদের মিছিলে একটি সংগঠন পুলিশের সামনে হামলা চালিয়েছে। তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা করেছে। আজকে কার্জন হলের সামনে তাদের মিছিলে পুলিশও ন্যাক্কারজনক হামলা চালিয়েছে।

আইন বিভাগের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, যে নিপীড়ন থেকে রক্ষা পেতে দেশের ছাত্র-জনতা এত রক্ত দিল। সেই ছাত্র জনতার ওপরই এখন হামলা করা হচ্ছে। আদিবাসীদের অধিকার আাদায়ের মিছিলে যখন একটি সংগঠনের মানুষ আক্রমণ করে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে আহত করেছে, তখন সরকারের পুলিশ বাহিনী নিরব ভূমিকা পালন করেছে। এর মাধ্যমে এই সরকার বুঝিয়ে দিল তারা আসলে সাধারণ জনগণকে সেবা দিচ্ছে না। তারা আসলে সাধারণ জনগণের সরকার নয়।

এর আগে এদিন ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ কর্তৃক আদিবাসী ছাত্র-জনতার ওপর নৃশংস হামলায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভের ডাক দিয়েছিল সংক্ষুব্ধ ছাত্র জনতা। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।