ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

‘ভারত ইস্যুতে’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকাল চারটায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠকটি হবে। এতে সরকারের উপদেষ্টারাও অংশ নেবেন।

 

মঙ্গলবার রাতে বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে তারা বুধবারের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

 

নেতারা ধারণা করছেন, ইতোমধ্যে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য আহ্বান করেছেন। এই পরিস্থিতি তিনি নিজেই এই বৈঠকের উদ্যোগ নিলেন।

 

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিকাল চারটায় প্রধান উপদেষ্টা সব দলের সঙ্গে একসাথে বৈঠক করবেন বলে জেনেছি। তবে কী নিয়ে আলাপ হবে জানি না।’

 

মঞ্চের অন্যতম নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যাবো বৈঠকে।’

 

উল্লেখ্য, ভারত ইস্যুতে ইতোমধ্যে রাজনীতিতে উত্তপ্ত হাওয়া বইছে। বেশ কয়েকটি দল সমাবেশ করেছে।

 

এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর রাতে বঙ্গভবনে অধিকাংশ রাজনৈতিক দল একসঙ্গে বৈঠক করেছিল অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

‘ভারত ইস্যুতে’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকাল চারটায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠকটি হবে। এতে সরকারের উপদেষ্টারাও অংশ নেবেন।

 

মঙ্গলবার রাতে বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে তারা বুধবারের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

 

নেতারা ধারণা করছেন, ইতোমধ্যে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য আহ্বান করেছেন। এই পরিস্থিতি তিনি নিজেই এই বৈঠকের উদ্যোগ নিলেন।

 

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিকাল চারটায় প্রধান উপদেষ্টা সব দলের সঙ্গে একসাথে বৈঠক করবেন বলে জেনেছি। তবে কী নিয়ে আলাপ হবে জানি না।’

 

মঞ্চের অন্যতম নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যাবো বৈঠকে।’

 

উল্লেখ্য, ভারত ইস্যুতে ইতোমধ্যে রাজনীতিতে উত্তপ্ত হাওয়া বইছে। বেশ কয়েকটি দল সমাবেশ করেছে।

 

এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর রাতে বঙ্গভবনে অধিকাংশ রাজনৈতিক দল একসঙ্গে বৈঠক করেছিল অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে।