আটককৃত সাইফুল ইসলাম রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী এলাকার ওমর ফারুকের ছেলে।
বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, চোরাচালানের উদ্দেশ্যে সাইফুল ইসলাম সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। এসময় ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা বিওপির টহল দল তাকে আটক করে। পরে তাকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।