ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই ৫ মে’র ঘটনার ভিডিওচিত্র প্রদর্শন করল হেফাজতে ইসলাম গাইবান্ধা নওগাঁয় বজ্রপাতে দুইজনের মৃত্যু খালেদা জিয়ার আগমন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা দাওরায়ে হাদিস সনদধারীদের চাকরি ও উচ্চশিক্ষা নিশ্চিতকরণে ধর্ম উপদেষ্টার সঙ্গে কওমি প্রতিনিধিদের বৈঠক বৈধ পথে বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য খাতের তাৎক্ষণিক সংস্কারে উদ্যোগের নির্দেশ প্রধান উপদেষ্টার মাতৃভূমি রক্ষায় বিমান বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ: হাসান মাহমুদ খাঁন হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে পৌঁছানোর নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নতুন দুটি সেক্টর তৈরি করতে চায় বিএসএফ

মুনতাহা হত্যা মামলায় ৪ আসামি ৫ দিনের রিমান্ডে

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) বিকেলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল খলিক জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার আসামিকে সোমবার সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী শহিদুল আসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশু মুনতাহা। দুপুরের দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোথাও তাকে পাননি। পরবর্তীতে গত শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা করা হয়। এরপর রোববার ভোররাতে বাড়ির পাশে খাল থেকে মুনতাহার মরদেহ উদ্ধারের পর পুলিশ সেটাকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চারজনকে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

জনপ্রিয়

আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিরাজ আর নেই

মুনতাহা হত্যা মামলায় ৪ আসামি ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) বিকেলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আদালতে আসামিদের হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা শামসুল আরেফিন জিহাদ ভূঁইয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল খলিক জানান, আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার আসামিকে সোমবার সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী শহিদুল আসলাম উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশু মুনতাহা। দুপুরের দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোথাও তাকে পাননি। পরবর্তীতে গত শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা করা হয়। এরপর রোববার ভোররাতে বাড়ির পাশে খাল থেকে মুনতাহার মরদেহ উদ্ধারের পর পুলিশ সেটাকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চারজনকে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের মৃত ময়না মিয়া আলিফজান (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকায় ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।