জমি-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে এবং জমি দখলে নিতে দেবী সরস্বতীর একটি মূর্তি ভেঙে বিরোধীয় জমিতে রাখেন বীরেন চন্দ্র বর্মন নামের এক ব্যক্তি। ঘটনার সত্যতা প্রকাশ পাওয়ায় নিজের বসানো মূর্তি নিজেই ভেঙেছেন বলে ভুল স্বীকার করে মুচলেকা দেন তিনি। ঘটনাটি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝার এলাকার।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেপড়াঝার এলাকার অনিল চন্দ্র বর্মনের ছেলে বীরেন চন্দ্রের সঙ্গে স্থানীয় আনছারুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধীয় জমি দখলে নিতে এবং আনছারুলকে ফাঁসাতে শুক্রবার (১ নভেম্বর) রাতে বীরেন চন্দ্র একটি মূর্তি ভাঙচুর করে ওই জমিতে রাখেন।