ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

পানির সহজলভ্যতা বাড়াতে আফগানিস্তানে ৬৪টি বিকল্প চেকবাঁধ প্রকল্প বাস্তবায়ন

বিগত ২ বছরে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ৬৪টি বিকল্প চেকবাঁধ প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়। এই সকল কৃষি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সেচ খাল, পানি সংরক্ষণাগার, বাঁধ, রিটেইনিং ওয়াল ইত্যাদি।

প্রকল্পসমূহ দেশের ৮টি প্রদেশে বাস্তবায়িত হয়েছে। প্রদেশগুলো হল বাঘলান, বালখ, পারওয়ান, পাকতিয়া, জাবুল, কাপিসা, কুন্দুজ ও নুরিস্তান। এতে প্রায় ৯৭ মিলিয়ন আফগানি ব্যয় হয়েছে, যা ইমারতে ইসলামিয়া সরকারের নিজস্ব বাজেট থেকে অর্থায়ন করা হয়েছে।

বিকল্প চেকবাঁধ প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হল বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, কৃষি জমিতে সেচের পানি সরবরাহ, বন্যার কবল হতে ঘরবাড়ি ও কৃষিজমি রক্ষা করা। প্রকল্পসমূহ থেকে হাজার হাজার বাসিন্দা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন।

এছাড়া গত ২ বছরে রাজস্ব বাজেটের আওতায় দেশের বাদঘিস, জাবুল, বাঘলান, সারেপুল, ফারাহ, কুন্দুজ, বালখ, হেরাত, নিমরুজ ও পাকতিয়া প্রদেশে ৭৯টি কংক্রিট, পাথর ও মাটির তৈরি চেকবাঁধ সম্পন্ন করেছে গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়।

তথ্যসূত্র: Bakhtar News Agency

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

পানির সহজলভ্যতা বাড়াতে আফগানিস্তানে ৬৪টি বিকল্প চেকবাঁধ প্রকল্প বাস্তবায়ন

প্রকাশিত: ০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

বিগত ২ বছরে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ৬৪টি বিকল্প চেকবাঁধ প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়। এই সকল কৃষি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সেচ খাল, পানি সংরক্ষণাগার, বাঁধ, রিটেইনিং ওয়াল ইত্যাদি।

প্রকল্পসমূহ দেশের ৮টি প্রদেশে বাস্তবায়িত হয়েছে। প্রদেশগুলো হল বাঘলান, বালখ, পারওয়ান, পাকতিয়া, জাবুল, কাপিসা, কুন্দুজ ও নুরিস্তান। এতে প্রায় ৯৭ মিলিয়ন আফগানি ব্যয় হয়েছে, যা ইমারতে ইসলামিয়া সরকারের নিজস্ব বাজেট থেকে অর্থায়ন করা হয়েছে।

বিকল্প চেকবাঁধ প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হল বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, কৃষি জমিতে সেচের পানি সরবরাহ, বন্যার কবল হতে ঘরবাড়ি ও কৃষিজমি রক্ষা করা। প্রকল্পসমূহ থেকে হাজার হাজার বাসিন্দা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন।

এছাড়া গত ২ বছরে রাজস্ব বাজেটের আওতায় দেশের বাদঘিস, জাবুল, বাঘলান, সারেপুল, ফারাহ, কুন্দুজ, বালখ, হেরাত, নিমরুজ ও পাকতিয়া প্রদেশে ৭৯টি কংক্রিট, পাথর ও মাটির তৈরি চেকবাঁধ সম্পন্ন করেছে গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়।

তথ্যসূত্র: Bakhtar News Agency