বিগত ২ বছরে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ৬৪টি বিকল্প চেকবাঁধ প্রকল্প বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়ার গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়। এই সকল কৃষি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সেচ খাল, পানি সংরক্ষণাগার, বাঁধ, রিটেইনিং ওয়াল ইত্যাদি।
প্রকল্পসমূহ দেশের ৮টি প্রদেশে বাস্তবায়িত হয়েছে। প্রদেশগুলো হল বাঘলান, বালখ, পারওয়ান, পাকতিয়া, জাবুল, কাপিসা, কুন্দুজ ও নুরিস্তান। এতে প্রায় ৯৭ মিলিয়ন আফগানি ব্যয় হয়েছে, যা ইমারতে ইসলামিয়া সরকারের নিজস্ব বাজেট থেকে অর্থায়ন করা হয়েছে।
বিকল্প চেকবাঁধ প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্য হল বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, কৃষি জমিতে সেচের পানি সরবরাহ, বন্যার কবল হতে ঘরবাড়ি ও কৃষিজমি রক্ষা করা। প্রকল্পসমূহ থেকে হাজার হাজার বাসিন্দা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছেন।
এছাড়া গত ২ বছরে রাজস্ব বাজেটের আওতায় দেশের বাদঘিস, জাবুল, বাঘলান, সারেপুল, ফারাহ, কুন্দুজ, বালখ, হেরাত, নিমরুজ ও পাকতিয়া প্রদেশে ৭৯টি কংক্রিট, পাথর ও মাটির তৈরি চেকবাঁধ সম্পন্ন করেছে গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়।
তথ্যসূত্র: Bakhtar News Agency