ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের নির্দেশ

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আইজিপি বাহারুল আলম বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। পুলিশের বিভিন্ন টিম এ বিষয়ে কাজ করছে। সরকার কোনো শান্তিপূর্ণ বা আইনসিদ্ধ প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কার্যকলাপ সহ্য করা হবে না।

 

অন্যদিকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, যখন আমরা বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য সম্মেলনের আয়োজন করছি, তখন দেশের মানুষকে এমন দুঃখজনক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা সত্যিই দুর্ভাগ্যজনক।

 

তিনি আরও বলেন, এই ব্যবসাগুলোর অনেকগুলোই স্থানীয় বিনিয়োগকারীদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীরাও ছিলেন—যারা বাংলাদেশে আস্থা রেখেছিলেন। তারা আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। যারা এই ন্যাক্কারজনক ভাঙচুর চালিয়েছে, তারা কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের নির্দেশ

প্রকাশিত: ০৮:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

আইজিপি বাহারুল আলম বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হবে। পুলিশের বিভিন্ন টিম এ বিষয়ে কাজ করছে। সরকার কোনো শান্তিপূর্ণ বা আইনসিদ্ধ প্রতিবাদে বাধা দেয় না। তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কার্যকলাপ সহ্য করা হবে না।

 

অন্যদিকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, যখন আমরা বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য সম্মেলনের আয়োজন করছি, তখন দেশের মানুষকে এমন দুঃখজনক দৃষ্টান্ত স্থাপন করতে দেখা সত্যিই দুর্ভাগ্যজনক।

 

তিনি আরও বলেন, এই ব্যবসাগুলোর অনেকগুলোই স্থানীয় বিনিয়োগকারীদের, আবার কিছু বিদেশি বিনিয়োগকারীরাও ছিলেন—যারা বাংলাদেশে আস্থা রেখেছিলেন। তারা আমাদের তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। যারা এই ন্যাক্কারজনক ভাঙচুর চালিয়েছে, তারা কর্মসংস্থান, অর্থনৈতিক অগ্রগতি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু।