ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে তুরিন আফরোজের বিরুদ্ধে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “আমরা ব্যারিস্টার তুরিন আফরোজকে হেফাজতে নিয়েছি। আমরা এখনো তার বাসায় আছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার পরিকল্পনার অভিযোগে মামলা আছে। দেশের অন্যান্য জায়গায়ও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে।”

 

উল্লেখ্য, ২০১৯ সালে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়, যখন তার বিরুদ্ধে এক যুদ্ধাপরাধের আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ প্রমাণিত হয়।

 

এছাড়া, ২০২৪ সালের নভেম্বরে তার মা সামসুন নাহার তাসলিম অভিযোগ করেন যে, তুরিন আফরোজ তাকে জামায়াতের রোকন বলে অপপ্রচার চালিয়েছেন এবং উত্তরার বাসা থেকে বের করে দিয়েছেন।

 

বর্তমানে তুরিন আফরোজের বিরুদ্ধে আনীত সর্বশেষ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে যে, দেশের অন্যান্য জায়গায়ও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

প্রকাশিত: ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে তুরিন আফরোজের বিরুদ্ধে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “আমরা ব্যারিস্টার তুরিন আফরোজকে হেফাজতে নিয়েছি। আমরা এখনো তার বাসায় আছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার পরিকল্পনার অভিযোগে মামলা আছে। দেশের অন্যান্য জায়গায়ও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে।”

 

উল্লেখ্য, ২০১৯ সালে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়, যখন তার বিরুদ্ধে এক যুদ্ধাপরাধের আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ প্রমাণিত হয়।

 

এছাড়া, ২০২৪ সালের নভেম্বরে তার মা সামসুন নাহার তাসলিম অভিযোগ করেন যে, তুরিন আফরোজ তাকে জামায়াতের রোকন বলে অপপ্রচার চালিয়েছেন এবং উত্তরার বাসা থেকে বের করে দিয়েছেন।

 

বর্তমানে তুরিন আফরোজের বিরুদ্ধে আনীত সর্বশেষ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে এবং পুলিশ জানিয়েছে যে, দেশের অন্যান্য জায়গায়ও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে।