ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

সাদ মুসা গ্রুপের এমডির ৫ বছরের কারাদণ্ড

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) মামলায় সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিনকে এক বছর করে মোট ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসান এ রায় ঘোষণা করেন। এ সময় মোহাম্মদ মহসিন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

 

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রাকিব আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ন্যাশনাল ব্যাংকের করা পাঁচটি চেক প্রতারণা মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল আজকে (গতকাল)। এরই ধারাবাহিকতায় রায় ঘোষণা করেছেন বিচারক। রায়ে পাঁচটি মামলার প্রত্যেকটিতে সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মোহাম্মদ মহসিন হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

 

আদালত সূত্র জানায়, ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেন মোহাম্মদ মহসিন। এর বিপরীতে ব্যাংককে তিনি চেক দেন। উক্ত চেক ডিজঅনার হলে ২০২০ ও ২০২২ সালে ব্যাংকের পক্ষ থেকে মামলাগুলো করা হয়।

 

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ৫ নভেম্বর উত্তরা ব্যাংক লালদিঘি শাখার ১০৫ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৮১৪ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীকে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দেয় চট্টগ্রামের অর্থঋণ আদালত। একইসাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

সাদ মুসা গ্রুপের এমডির ৫ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) মামলায় সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিনকে এক বছর করে মোট ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসান এ রায় ঘোষণা করেন। এ সময় মোহাম্মদ মহসিন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

 

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রাকিব আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ন্যাশনাল ব্যাংকের করা পাঁচটি চেক প্রতারণা মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল আজকে (গতকাল)। এরই ধারাবাহিকতায় রায় ঘোষণা করেছেন বিচারক। রায়ে পাঁচটি মামলার প্রত্যেকটিতে সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মোহাম্মদ মহসিন হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

 

আদালত সূত্র জানায়, ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেন মোহাম্মদ মহসিন। এর বিপরীতে ব্যাংককে তিনি চেক দেন। উক্ত চেক ডিজঅনার হলে ২০২০ ও ২০২২ সালে ব্যাংকের পক্ষ থেকে মামলাগুলো করা হয়।

 

উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ৫ নভেম্বর উত্তরা ব্যাংক লালদিঘি শাখার ১০৫ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৮১৪ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীকে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দেয় চট্টগ্রামের অর্থঋণ আদালত। একইসাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।