স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং জনগণ সন্ধ্যার পর থেকেই এর প্রভাব টের পাবেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং সন্ধ্যার পর থেকে এর প্রভাব দেখা যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তার পদত্যাগ চাওয়ার প্রশ্নের জবাবে তিনি বলেন, “পদত্যাগ তো পদত্যাগ। অনেকে আমার দাফন করে ফেলেছেন। আমার জানাজাও হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার ফলে জীবিত অবস্থায় জানাজার সওয়াব পেয়েছি।”
পরিস্থিতি স্বাভাবিক হলে রাত আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আগের পরিস্থিতি হলে আপনারা তো এই রাতে ঘটনাটা জানতেনই পরে। কিন্তু গতকাল (রোববার) আমরা ডাকার আধা ঘণ্টা পর আপনারা হাজির হয়েছেন। আমি জানি আপনারা দিনে ও রাতে কাজ করে যাচ্ছেন। আমরাও যে দিনে ও রাতে কাজ করে যাচ্ছি, এটা বোঝানোর জন্যই এমন হয়েছে।”
তিনি বলেন, পুলিশকে তিনি যে অবস্থায় পেয়েছিলেন, সেই অবস্থা থেকে এখন আরও ভালো হয়েছে। তাদের কর্মকাণ্ড আরও বাড়ানোর সুযোগ রয়েছে এবং তারা চেষ্টা করছে।অপারেশন ডেভিল হান্ট চলা অবস্থায় ঘটনাগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। রাজশাহীতে ঘটনাস্থলে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেসব ওসি মামলা নিতে গড়িমসি করেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশ করার অনুরোধ জানান। তিনি বলেন, “বিদেশি মিডিয়া যখন আমাদের নিয়ে অপপ্রচার চালিয়েছে, তখন আপনারা সত্যটা তুলে ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।”
এই সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে।