ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতি, রাত পোহাতেই নতুন বার্তা ইসকন বাংলাদেশের

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ইসকন বাংলাদেশ জানিয়েছিল, ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তাঁদের সংগঠনের কেউ নন। তবে রাত পোহাতেই ফের নতুন বার্তা দিল ইসকন।

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে ইসকন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, ‘তার মর্মান্তিক অকালমৃত্যু আমাদের মর্মাহত করেছে।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। আইনজীবী হত্যার ঘটনায় ইসকনের সম্পৃক্ততা নেই।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।

কিন্তু আজ শুক্রবার সেই বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে নতুন বিবৃতি জারি করেছে বাংলাদেশ ইসকন। এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ‘বাংলাদেশে হিন্দুদের অধিকার এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য চিন্ময়কৃষ্ণের প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে, তিনি ইসকনের সদস্য নন। বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি।’

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতি, রাত পোহাতেই নতুন বার্তা ইসকন বাংলাদেশের

প্রকাশিত: ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে ইসকন বাংলাদেশ জানিয়েছিল, ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তাঁদের সংগঠনের কেউ নন। তবে রাত পোহাতেই ফের নতুন বার্তা দিল ইসকন।

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনকে অন্যায়ভাবে দায়ী করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছে ইসকন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ইসকন বাংলাদেশ। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বলেন, ‘তার মর্মান্তিক অকালমৃত্যু আমাদের মর্মাহত করেছে।

চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এই মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকেও ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

ইসকন বাংলাদেশের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। আইনজীবী হত্যার ঘটনায় ইসকনের সম্পৃক্ততা নেই।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে চিন্ময় কৃষ্ণ দাসকে অনেক আগেই ইসকন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। অতএব তার কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়।

কিন্তু আজ শুক্রবার সেই বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে নতুন বিবৃতি জারি করেছে বাংলাদেশ ইসকন। এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ‘বাংলাদেশে হিন্দুদের অধিকার এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য চিন্ময়কৃষ্ণের প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে, তিনি ইসকনের সদস্য নন। বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি।’