ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

প্লাস্টিকের বিনিময়ে বই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ এর আয়োজনে ‘বই বিনিময় উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজেদের পুরনো, পঠিত বা অপ্রয়োজনীয় বই দিয়ে নিজের পছন্দ মতো বই নেওয়ার সুযোগ পেয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছড়িয়ে দিচ্ছেন বইয়ের প্রতি ভালোবাসা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতার বার্তা। সংগঠনটি প্রায়ই এ আয়োজন করে থাকে। এছাড়া প্লাস্টিকের বিনিময়ে বই উৎসবও করে সংগঠনটি। বই বিনিময় করতে আসা পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, এখানে এসে পরিবেশের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। বইয়ের বিনিময়ে বই পাওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতার এমন একটি উদ্যোগকে সমর্থন করতে পেরে ভালো লাগছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমি আক্তার বলেন, একদম নতুন এই আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরিবেশ রক্ষার এমন সুন্দর উদ্যোগে আরও অনেকেই অংশ নেবে বলে আশা করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আশিফ রায়হান জানান, বই বিনিময়ের মাধ্যমে আমরা একদিকে যেমন পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিচ্ছি, অন্যদিকে বইয়ের সঙ্গে ভালোবাসার একটি বন্ধন তৈরি করছি। আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করবে।

সভাপতি মোবারক হোসেন বলেন, আমরা যখন পরিবেশ রক্ষার কথা ভাবি, তখন প্লাস্টিকের অপব্যবহার রোধ করা ও পুনর্ব্যবহারের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এই ‘বই বিনিময় উৎসব’ পরিবেশ রক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি দৃঢ় করার একটি নতুন উদ্যোগ।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

প্লাস্টিকের বিনিময়ে বই

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবাদী সংগঠন ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ এর আয়োজনে ‘বই বিনিময় উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা নিজেদের পুরনো, পঠিত বা অপ্রয়োজনীয় বই দিয়ে নিজের পছন্দ মতো বই নেওয়ার সুযোগ পেয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছড়িয়ে দিচ্ছেন বইয়ের প্রতি ভালোবাসা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতার বার্তা। সংগঠনটি প্রায়ই এ আয়োজন করে থাকে। এছাড়া প্লাস্টিকের বিনিময়ে বই উৎসবও করে সংগঠনটি। বই বিনিময় করতে আসা পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান বলেন, এখানে এসে পরিবেশের জন্য কিছু করতে পেরে ভালো লাগছে। বইয়ের বিনিময়ে বই পাওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতার এমন একটি উদ্যোগকে সমর্থন করতে পেরে ভালো লাগছে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমি আক্তার বলেন, একদম নতুন এই আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। পরিবেশ রক্ষার এমন সুন্দর উদ্যোগে আরও অনেকেই অংশ নেবে বলে আশা করছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক আশিফ রায়হান জানান, বই বিনিময়ের মাধ্যমে আমরা একদিকে যেমন পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিচ্ছি, অন্যদিকে বইয়ের সঙ্গে ভালোবাসার একটি বন্ধন তৈরি করছি। আশা করি এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আরও বেশি সচেতনতা বৃদ্ধি করবে।

সভাপতি মোবারক হোসেন বলেন, আমরা যখন পরিবেশ রক্ষার কথা ভাবি, তখন প্লাস্টিকের অপব্যবহার রোধ করা ও পুনর্ব্যবহারের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এই ‘বই বিনিময় উৎসব’ পরিবেশ রক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি দৃঢ় করার একটি নতুন উদ্যোগ।