মানিকগঞ্জের ঘিওরে আমারজোটি স্পেশাল স্কুল অ্যান্ড এবিলিটি সেন্টার পরিদর্শন করেছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্স্টেনস।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পুটিয়াজানি গ্রামে অবস্থিত ‘ডেরা নিকেতন’ এর ২৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমারজোটি স্পেশাল স্কুল অ্যান্ড এবিলিটি সেন্টার পরিদর্শন করেন তিনি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ডা. মনোয়ার হোসেন মোল্লা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ঘিওর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন এবং প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। বিকেল
৪টার দিকে অনুষ্ঠান শেষ করে পৌনে ৫টার দিকে ঢাকার উদ্দেশ্যে গমন করেন তিনি।