ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদলকর্মী, অবস্থা আশংকাজনক ছাত্রলীগের সাবেক নেতা ডা. সুমিত সাহা গ্রেফতার রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় তিন মাস পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেন। ঐ তিন কর্মকর্তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি অধিশাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ১০(১) নং ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার জহুরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। ৩১ অক্টোবর রাষ্ট্রপতি কর্তৃক তাদের পদত্যাগপত্রগুলো গৃহীত হয়েছে।’

 

গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরই মধ্য দিয়ে তৃতীয়বারের মত কোনো কমিশন মেয়াদ পূর্তির আগে পদত্যাগ করেছে।

 

মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ ও জহুরুল হক দুদকের চেয়ারম্যান ও কমিশনার হিসেবে ২০২১ সালের ১০ মার্চ যোগদান করেন। এর আগে একই বছরের ৩ মার্চ তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপান জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনার আছিয়া খাতুন সংস্থাটির কমিশনার হিসেবে যোগদান করেন ২০২৩ সালে ২ জুলাই। তাকে নিয়োগ দিয়ে ঐ বছরের ১৩ জুন প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রিয়

চট্টগ্রামে চলন্ত অটোরিকশায় মুখোশধারীদের পেট্রলবোমা হামলা, দগ্ধ ২ নারী

দুদক চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় তিন মাস পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগ করেন। ঐ তিন কর্মকর্তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি অধিশাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫নং আইন) এর ১০(১) নং ধারা অনুযায়ী দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং কমিশনার জহুরুল হক ও কমিশনার মোছা. আছিয়া খাতুন পদত্যাগ করেছেন। ৩১ অক্টোবর রাষ্ট্রপতি কর্তৃক তাদের পদত্যাগপত্রগুলো গৃহীত হয়েছে।’

 

গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ, কমিশনার আছিয়া খাতুন ও কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরই মধ্য দিয়ে তৃতীয়বারের মত কোনো কমিশন মেয়াদ পূর্তির আগে পদত্যাগ করেছে।

 

মোহাম্মদ মঈনউদ্দীন আব্দুল্লাহ ও জহুরুল হক দুদকের চেয়ারম্যান ও কমিশনার হিসেবে ২০২১ সালের ১০ মার্চ যোগদান করেন। এর আগে একই বছরের ৩ মার্চ তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপান জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনার আছিয়া খাতুন সংস্থাটির কমিশনার হিসেবে যোগদান করেন ২০২৩ সালে ২ জুলাই। তাকে নিয়োগ দিয়ে ঐ বছরের ১৩ জুন প্রজ্ঞাপন জারি করে।