পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৈরি প্রতীকী মোটিফ ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ কে বা কারা ভোররাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় চারুকলা অনুষদ গভীর দুঃখ প্রকাশ করেছে এবং শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনাটি ঘটেছে ১৩ এপ্রিল ভোর ৪টা ৫০ মিনিটে, যখন দায়িত্বপ্রাপ্ত মোবাইল টিম নামাজ আদায়ে গিয়েছিল। আগুনে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুরোপুরি এবং ‘শান্তির পায়রা’ আংশিক পুড়ে গেছে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বৈশাখী আয়োজনের প্রতিপাদ্য ছিল— ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’, যার প্রতীকী প্রকাশ ছিল এই ফ্যাসিবাদবিরোধী মুখাকৃতি মোটিফ। প্রায় ২০ ফুট উচ্চতার এই কাঠামো বাঁশ ও বেত দিয়ে তৈরি ছিল, যাতে এক বিশালাকৃতির, ভয়ার্ত চেহারার নারীর মুখ তৈরি করা হয়।
এই প্রতীকী মোটিফটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় ওঠে, কারণ অনেকেই এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্টুনধর্মী ব্যঙ্গচিত্র হিসেবে ব্যাখ্যা করেন। যদিও চারুকলা অনুষদ বা আয়োজকরা এটিকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বানানো হয়নি বলে দাবি করেছেন, তবুও বিতর্ক এড়ানো যায়নি।
জুলাই-আগস্টের গণ-আন্দোলনের চেতনায় এবার নববর্ষ উদযাপনে ফ্যাসিবাদবিরোধী বার্তা রাখার সিদ্ধান্ত নেয় চারুকলা অনুষদ। এই বার্তা থেকেই মূলত ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফের সৃষ্টি। কিন্তু এই প্রতীকী প্রতিবাদ শেষ পর্যন্ত ধ্বংসের শিকার হলো অজানা আগ্রাসনে।