ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও, ইসরায়েল নিয়মিতভাবে সেখানে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে। সর্বশেষ এই প্রাণহানির ফলে, গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৪৮,৪৬০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, রোববার ইসরায়েলি হামলায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের ফলে মোট মৃতের সংখ্যা ৪৮,৪৫৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, ওই হামলায় ৩৭ জন আহত হয়েছেন, যা সংঘাত শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা ১,১১,৮৯৭ জনে নিয়ে গেছে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের হামলা থামেনি। যুদ্ধবিরতির চুক্তিতে বন্দি বিনিময়, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির পক্ষে প্রস্তাব দিলেও, ইসরায়েল অব্যাহতভাবে গাজায় হামলা চালিয়ে আসছে।
জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার ৮৫% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০% অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।