ঢাকা , বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কিনছে সরকার গুম প্রতিরোধে অধ্যাদেশ আনছে সরকার: আইন উপদেষ্টা সাত দেশের ১৭ হাজার প্রবাসী ভোটারের আবেদন অনুমোদন চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হতে পারে: আইএমএফ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের জরুরি নির্দেশনা কাতারের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন এবং টার্মিনাল নির্মাণে অগ্রগতি সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয়: ডিএমপি

২০২৬ বিশ্বকাপের জন্য টাস্কফোর্স গঠন করলেন ট্রাম্প

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি তদারকির জন্য টাস্কফোর্স গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে হোয়াইট হাউজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ফুটবল নিয়ে বেশ ব্যস্ততা অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে। চলতি বছর ক্লাব বিশ্বকাপ। এরপর আগামী বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। এবার ফুটবলের মহাযজ্ঞের প্রস্তুতি তদারকি করতে টাস্কফোর্স গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতির উপস্থিতিতে হোয়াইট হাউজে অনুমোদন দেয়া হয় এই কমিটির। যেখানে প্রধান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটা টাস্কফোর্স গঠন করতে যাচ্ছি। এটা মূলত ২০২৬ ফিফা বিশ্বকাপের মতো বড় ইভেন্টের তদারকির কাজ করবে। এটা সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে।’

 

কী হবে এই টাস্কফোর্সের কাজ? দলের সংখ্যা বাড়ায় আগ্রহ যেমন বাড়বে, তেমনি বাড়বে সমর্থকদের উপস্থিতি। পুরো ইভেন্টের নিরাপত্তাসহ আনুষঙ্গিক সবকিছু নিশ্চিত করতেই কাজ করবে এই টাস্কফোর্স।

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘টাস্কফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি, সেটাও ভাবেন, তা নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই।’

 

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিনিদের এমন সিদ্ধান্তে উত্তর আমেরিকায় উত্তেজনা বাড়ছে। টাস্কফোর্স ঘোষণার দিনে হোয়াইট হাউজেও উঠে আসে একই আলোচনা। প্রতিবেশি দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এমন অবনতিকে অবশ্য ইতিবাচকভাবে দেখছেন ট্রাম্প। তার কাছে এমন পরিস্থিতি মাঠের খেলায় বাড়তি উত্তেজনা যোগ করবে। ট্রাম্প বলেন, ‘আমার মতে, এটা পুরো বিষয়টাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। টেনশন ভালো জিনিস।’

জনপ্রিয়

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাঘাটা উপজেলা বিএনপি নেতা সেলিম আহম্মেদ তুলিপ অব্যাহতি

২০২৬ বিশ্বকাপের জন্য টাস্কফোর্স গঠন করলেন ট্রাম্প

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি তদারকির জন্য টাস্কফোর্স গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে হোয়াইট হাউজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ফুটবল নিয়ে বেশ ব্যস্ততা অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে। চলতি বছর ক্লাব বিশ্বকাপ। এরপর আগামী বছর অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। এবার ফুটবলের মহাযজ্ঞের প্রস্তুতি তদারকি করতে টাস্কফোর্স গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতির উপস্থিতিতে হোয়াইট হাউজে অনুমোদন দেয়া হয় এই কমিটির। যেখানে প্রধান হিসেবে থাকছেন ট্রাম্প নিজেই।

 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটা টাস্কফোর্স গঠন করতে যাচ্ছি। এটা মূলত ২০২৬ ফিফা বিশ্বকাপের মতো বড় ইভেন্টের তদারকির কাজ করবে। এটা সবচেয়ে বড় ইভেন্ট হতে যাচ্ছে।’

 

কী হবে এই টাস্কফোর্সের কাজ? দলের সংখ্যা বাড়ায় আগ্রহ যেমন বাড়বে, তেমনি বাড়বে সমর্থকদের উপস্থিতি। পুরো ইভেন্টের নিরাপত্তাসহ আনুষঙ্গিক সবকিছু নিশ্চিত করতেই কাজ করবে এই টাস্কফোর্স।

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘টাস্কফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি, সেটাও ভাবেন, তা নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই।’

 

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিনিদের এমন সিদ্ধান্তে উত্তর আমেরিকায় উত্তেজনা বাড়ছে। টাস্কফোর্স ঘোষণার দিনে হোয়াইট হাউজেও উঠে আসে একই আলোচনা। প্রতিবেশি দুই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এমন অবনতিকে অবশ্য ইতিবাচকভাবে দেখছেন ট্রাম্প। তার কাছে এমন পরিস্থিতি মাঠের খেলায় বাড়তি উত্তেজনা যোগ করবে। ট্রাম্প বলেন, ‘আমার মতে, এটা পুরো বিষয়টাকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। টেনশন ভালো জিনিস।’