বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ রাসায়নিক অস্ত্র কনভেনশন ও আন্তর্জাতিক ইউনিয়ন ফর পিউর এন্ড এ্যাপ্লাইড ক্যামিস্ট্রি (আইইউপিএসি) যৌথভাবে ঢাকা সেনানিবাসে ০৬ মার্চ ২০২৫ তারিখে ‘ইন্ডাস্ট্রি সেফটি ট্রেনিং প্রোগ্রাম ইন বাংলাদেশ-২০২৫’ শিরোনামে শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত একটি প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে বাংলাদেশের স্বনামধন্য রাসায়নিক শিল্প কারখানা ও রাসায়নিক দ্রব্য আমদানিকারকসহ সর্বমোট ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী প্রশিক্ষণে হন্ডুরাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গ্রেসিয়া রোমিরো এবং যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হেমদা গ্যারলিক অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালনা করেন। এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ ইকবাল রউফ মামুন ও বিএনএসিডব্লিউসি এর স্টাফ অফিসারগণ গুরুত্বপূর্ণ বিষয়ে লেকচার প্রদান করেন।
বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, পিএইচডি, উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি রাসায়নিক দ্রব্যের নিরাপদ ব্যবহার এবং এ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণে লেকচার প্রদানকারী দেশি-বিদেশি প্রশিক্ষকগণ এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
চেয়ারম্যান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাংলাদেশে রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজে লাগানোর পাশাপাশি সহকর্মীদের মধ্যে উক্ত জ্ঞান বিতরণ করে বাংলাদেশে রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থাপনার সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং রসায়নকে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে হবে।” প্রশিক্ষণ সমাপনান্তে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।