ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

উখিয়া রোহিঙ্গা কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ নুর (৩০) নামে এক রোহিঙ্গা কমিউনিটি লিডারকে  ( হেড মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উখিয়া ক্যাম্প- ২০ ব্লক- এম /৩২ এর আওতাধীন জনৈক তৈয়ব এর শেল্টারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নুর ( ৩০) ক্যাম্প- ২০ ব্লক- এম/৩২ এর কমিউনিটি লিডার ( হেড মাঝি) এবং  আবু ছৈয়দের ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্প -২০ এর জনৈক মোজাম্মেল এর মুদি দোকান থেকে নুর তার নিজের শেল্টারে যাচ্ছিল।এসময় তার শেল্টারের পূর্ব দিকে জনৈক তৈয়ব এর শেল্টারের সামনে পায়ে হেঁটে চলার পথে অজ্ঞাতানামা ৪/৫ জন সন্ত্রাসী তাকে অন্ধকারের মধ্যে এলোপাতাড়িভাবে মুখে ও গলায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। আশেপাশে লোকজন এগিয়ে আসার আগেই সন্ত্রাসীরা তাকে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।  পরে স্থানীয় লোকজন ও পরিবার তাকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. আরিফ হোসাইন জানান, ক্যাম্পে  অজ্ঞাত সন্ত্রাসীদের নেতৃত্বে নুর নামের একজন রোহিঙ্গাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

উখিয়া রোহিঙ্গা কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০১:০২ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

কক্সবাজারের উখিয়ায় মোহাম্মদ নুর (৩০) নামে এক রোহিঙ্গা কমিউনিটি লিডারকে  ( হেড মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উখিয়া ক্যাম্প- ২০ ব্লক- এম /৩২ এর আওতাধীন জনৈক তৈয়ব এর শেল্টারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ নুর ( ৩০) ক্যাম্প- ২০ ব্লক- এম/৩২ এর কমিউনিটি লিডার ( হেড মাঝি) এবং  আবু ছৈয়দের ছেলে।  বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্প -২০ এর জনৈক মোজাম্মেল এর মুদি দোকান থেকে নুর তার নিজের শেল্টারে যাচ্ছিল।এসময় তার শেল্টারের পূর্ব দিকে জনৈক তৈয়ব এর শেল্টারের সামনে পায়ে হেঁটে চলার পথে অজ্ঞাতানামা ৪/৫ জন সন্ত্রাসী তাকে অন্ধকারের মধ্যে এলোপাতাড়িভাবে মুখে ও গলায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। আশেপাশে লোকজন এগিয়ে আসার আগেই সন্ত্রাসীরা তাকে ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।  পরে স্থানীয় লোকজন ও পরিবার তাকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মো. আরিফ হোসাইন জানান, ক্যাম্পে  অজ্ঞাত সন্ত্রাসীদের নেতৃত্বে নুর নামের একজন রোহিঙ্গাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।