ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে আইনজীবীসহ চার জনের অস্বাভাবিক মৃত্যু!

রাজধানীর বিভিন্ন স্থানে আইনজীবীসহ ৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (১ মার্চ) বিকেল পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন লালবাগের সাদিয়া আক্তার (২০), চকবাজারের মরিয়ম আক্তার (২২), কলাবাগানের আইনজীবি টাইটাস হিল্লোল (৫৫) এবং হাজারীবাগের আকাশ সরদার (২২)।

কলাবাগান থানা এলাকার ক্রিসেন্ট রোডে অবস্থিত একটি বাসায় আইনজীবি টাইটাস হিল্লোলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস জানান, টাইটাস হিল্লোল সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন এবং আর্থিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন এবং হতাশায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

চকবাজার থানা এলাকার ওয়াটার ওয়ার্কস রোডে মরিয়ম আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি একটি বিউটিপার্লারে বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) বেবী নাজনীন জানান, শুক্রবার রাত ৯টার দিকে মরিয়মের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হাজারীবাগের জিগাতলা মিতালী রোডে আকাশ সরদারের মরদেহ উদ্ধার করা হয়। তার ভাই রাশেদ সরদার জানান, আকাশ গোপালগঞ্জের বাসিন্দা ছিলেন এবং সম্প্রতি মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার বিকেলে তিনি বাসায় গিয়ে আকাশকে ফ্যানের সাথে রশি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগের শহীদনগর বালুঘাট এলাকায় সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তার বোনের জামাই নুর হোসেন জানান, সাদিয়া আগে একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন, কিন্তু বর্তমানে বেকার ছিলেন। তিনি প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এবং মোবাইলে ঝগড়ার পর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আত্মহত্যা করেন।

এই ঘটনাগুলো নিয়ে সংশ্লিষ্ট থানাগুলো তদন্ত চলছে।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে আইনজীবীসহ চার জনের অস্বাভাবিক মৃত্যু!

প্রকাশিত: ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

রাজধানীর বিভিন্ন স্থানে আইনজীবীসহ ৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (১ মার্চ) বিকেল পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন লালবাগের সাদিয়া আক্তার (২০), চকবাজারের মরিয়ম আক্তার (২২), কলাবাগানের আইনজীবি টাইটাস হিল্লোল (৫৫) এবং হাজারীবাগের আকাশ সরদার (২২)।

কলাবাগান থানা এলাকার ক্রিসেন্ট রোডে অবস্থিত একটি বাসায় আইনজীবি টাইটাস হিল্লোলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস জানান, টাইটাস হিল্লোল সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন এবং আর্থিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতেন এবং হতাশায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

চকবাজার থানা এলাকার ওয়াটার ওয়ার্কস রোডে মরিয়ম আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি একটি বিউটিপার্লারে বিউটিশিয়ান হিসেবে কাজ করতেন। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) বেবী নাজনীন জানান, শুক্রবার রাত ৯টার দিকে মরিয়মের বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

হাজারীবাগের জিগাতলা মিতালী রোডে আকাশ সরদারের মরদেহ উদ্ধার করা হয়। তার ভাই রাশেদ সরদার জানান, আকাশ গোপালগঞ্জের বাসিন্দা ছিলেন এবং সম্প্রতি মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার বিকেলে তিনি বাসায় গিয়ে আকাশকে ফ্যানের সাথে রশি পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগের শহীদনগর বালুঘাট এলাকায় সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তার বোনের জামাই নুর হোসেন জানান, সাদিয়া আগে একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করতেন, কিন্তু বর্তমানে বেকার ছিলেন। তিনি প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন এবং মোবাইলে ঝগড়ার পর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আত্মহত্যা করেন।

এই ঘটনাগুলো নিয়ে সংশ্লিষ্ট থানাগুলো তদন্ত চলছে।