গাজীপুরে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি প্রধান আলমগীর হোসেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নগরীর সদর থানা এলাকা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে পাঁচজন, বাসন থানা এলাকা থেকে দুজনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাইকারী ও রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন আরও জানান, মেট্রোপলিটনের ৮টি থানায় অভিযান চালিয়ে নতুন করে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।