ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
সৌদি-ইসরাইল সম্পর্কের পথে ট্রাম্পের কূটনৈতিক চাপ ব্রাজিলের কোচ আনচেলত্তি, আপত্তি লুলার: “বিদেশি কোচের প্রয়োজন নেই” ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবন ঘেরাও, ২৪ ঘণ্টার আলটিমেটাম আন্দোলনকারীদের গাজায় যুদ্ধ বন্ধ করব না : নেতানিয়াহু পুরো কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত আসাদগেটে অভিযান: ব্যাটারিচালিত রিকশা জব্দ, ক্ষতিপূরণের ঘোষণা ডিএনসিসির পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে সরানোর সিদ্ধান্ত সরকারের জেট ফুয়েলের দাম কমাল বিইআরসি, আজ রাত থেকে কার্যকর সাড়ে ৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো এনআইডি সেবা এনবিআর বিলুপ্ত: রাজস্ব খাতে বড় পরিবর্তন আনল অন্তর্বর্তী সরকার

ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবন ঘেরাও, ২৪ ঘণ্টার আলটিমেটাম আন্দোলনকারীদের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবন ঘেরাও করেছেন তার অনুসারীরা সমর্থিত নগরবাসী। বুধবার সকাল ৮টার পর থেকেই রাজধানীর নগর ভবনের মূল ফটকে মানববন্ধন শুরু হয়, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজারো মানুষের প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

মানববন্ধনকারীরা দাবি করেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়নি, যা সংবিধান আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বেলা ১০টার দিকে বিক্ষোভকারীরা নগরভবনের মূল ফটক অতিক্রম করে ভবনের সিঁড়িতে উঠে অবস্থান নেন। মুখে মুখে স্লোগান দিতে দিতে তারা বলেন, “গেজেট প্রকাশের পরও কেন বসে আছেন তাপস?” এবং “ইশরাকের শপথ এখনই চাই”।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল রাতে নির্বাচন কমিশন থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়।

তবে গেজেট প্রকাশের পরও এখন পর্যন্ত ইশরাককে মেয়র পদে শপথ গ্রহণ করানো হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যাখ্যাও দেওয়া হয়নি।

নির্বাচনি আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারেন এবং সেই আপিল ১২০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। তবে পর্যন্ত কোনো আপিল দায়ের হয়নি বলে জানান ইশরাকের আইনজীবীরা। তাই আন্দোলনকারীরা বলছেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী ইশরাক হোসেন এখন বৈধ মেয়র এবং অবিলম্বে তাকে দায়িত্ব দেওয়া উচিত।

এই বিষয়ে ডিএসসিসি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয়

সৌদি-ইসরাইল সম্পর্কের পথে ট্রাম্পের কূটনৈতিক চাপ

ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবন ঘেরাও, ২৪ ঘণ্টার আলটিমেটাম আন্দোলনকারীদের

প্রকাশিত: ৪ ঘন্টা আগে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবন ঘেরাও করেছেন তার অনুসারীরা সমর্থিত নগরবাসী। বুধবার সকাল ৮টার পর থেকেই রাজধানীর নগর ভবনের মূল ফটকে মানববন্ধন শুরু হয়, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজারো মানুষের প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।

মানববন্ধনকারীরা দাবি করেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেও এখনো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়নি, যা সংবিধান আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বেলা ১০টার দিকে বিক্ষোভকারীরা নগরভবনের মূল ফটক অতিক্রম করে ভবনের সিঁড়িতে উঠে অবস্থান নেন। মুখে মুখে স্লোগান দিতে দিতে তারা বলেন, “গেজেট প্রকাশের পরও কেন বসে আছেন তাপস?” এবং “ইশরাকের শপথ এখনই চাই”।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত বাতিল করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল রাতে নির্বাচন কমিশন থেকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়।

তবে গেজেট প্রকাশের পরও এখন পর্যন্ত ইশরাককে মেয়র পদে শপথ গ্রহণ করানো হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যাখ্যাও দেওয়া হয়নি।

নির্বাচনি আইন অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারেন এবং সেই আপিল ১২০ দিনের মধ্যে নিষ্পত্তির বিধান রয়েছে। তবে পর্যন্ত কোনো আপিল দায়ের হয়নি বলে জানান ইশরাকের আইনজীবীরা। তাই আন্দোলনকারীরা বলছেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী ইশরাক হোসেন এখন বৈধ মেয়র এবং অবিলম্বে তাকে দায়িত্ব দেওয়া উচিত।

এই বিষয়ে ডিএসসিসি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।