জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, খুব দ্রুত ৩২ জেলার পথে-প্রান্তরে ছাত্র-জনতার সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেছেন, পরম সৌভাগ্যে পাওয়া এই সুযোগটি কাজে লাগাতে চান এবং জীবনের বিনিময়ে হলেও মানুষ ও দেশের জন্য কিছু করে যেতে চান।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। সারজিস আলম উল্লেখ করেন, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের (ঢাকা মহানগর উত্তর, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী ও কিশোরগঞ্জ) ৩২ জেলার পথে-প্রান্তরে খুব দ্রুত ছাত্র-জনতার সঙ্গে দেখা হবে ইন শা আল্লাহ।
তিনি আরও লিখেন, ‘আমরা “দিনে এনে দিনে খাওয়া” শ্রমজীবী ভাইয়ের কথা শুনতে চাই, স্কুলে পড়ুয়া আগামীর বাংলাদেশের পরবর্তী প্রজন্মের কথা শুনতে চাই, পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন বিসর্জন দেয়া বোনদের কথা শুনতে চাই, শক্ত করে সংসারের হাল ধরে রাখা মায়েদের কথা শুনতে চাই।’
সারজিস আলম আরও বলেন, ‘পরম সৌভাগ্যে পাওয়া আমানতস্বরূপ এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। জীবনের বিনিময়ে হলেও মানুষ আর দেশের জন্য কিছু করে যেতে চাই।’
তার এই পোস্টে তিনি দেশের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের সমস্যা ও আশা-আকাঙ্ক্ষা শোনার ইচ্ছা প্রকাশ করেছেন।