ডিজিটাল যুগে জিমেইলের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। ব্যাংকিং থেকে শুরু করে ফেসবুকের মতো সামাজিক মাধ্যম ব্যবহারের জন্য জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন। তবে সাইবার হামলা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দিতে গুগল নতুন পরিবর্তন আনতে যাচ্ছে। ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, শিগগিরই জিমেইলের দুই স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ)-এ গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। কয়েক মাসের মধ্যে টুএফএর জন্য প্রচলিত ছয় সংখ্যার এসএমএস কোডের পরিবর্তে কিউআর কোড চালু করা হবে।
জিমেইলের মুখপাত্র রস রিচেনডফার জানান, এসএমএস যাচাইকরণ পদ্ধতিতে নিরাপত্তা ঝুঁকি ও প্রতারণা রোধের জন্য গুগল এই পরিবর্তন আনছে। বর্তমানে এসএমএস কোড ব্যবহার করে নিশ্চিত করা হয় যে প্রকৃত ব্যবহারকারীই তার অ্যাকাউন্টে প্রবেশ করছেন। তবে অপরাধীরা এটি কাজে লাগিয়ে হাজারো ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে স্প্যাম ও ম্যালওয়্যার ছড়ানোর সুযোগ পায়।
বিশেষজ্ঞদের মতে, টুএফএ হিসেবে এসএমএস কোড কিছু না থাকার চেয়ে ভালো, তবে এটি স্ক্যামারদের প্রতারণার শিকার হতে পারে। অনেক ক্ষেত্রে জরুরি মুহূর্তে কোড পৌঁছাতে দেরি হয়, যা ব্যবহারকারীদের জন্য সমস্যা তৈরি করে। তাছাড়া এসএমএস কোডের নিরাপত্তা মোবাইল অপারেটরদের ওপর নির্ভর করে, যা তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ।
গুগলের রিচেনডফার ও কিম্বারলি সামরা জানান, স্ক্যামাররা বিভিন্ন অনলাইন পরিষেবা প্রদানকারীদের নম্বর সংগ্রহ করে অসংখ্য এসএমএস পাঠায় এবং এসব এসএমএস থেকে অর্থ উপার্জন করে। নতুন কিউআর কোড ভিত্তিক টুএফএ ব্যবস্থা স্ক্যাম প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
পরিকল্পনা বাস্তবায়ন হলে এসএমএস কোড পাঠানোর পরিবর্তে ব্যবহারকারীকে একটি কিউআর কোড স্ক্যান করতে বলা হবে। এই পদ্ধতিতে কোনো কোড টাইপ করার প্রয়োজন হবে না, ফলে স্ক্যামিংয়ের ঝুঁকি কমে যাবে এবং মোবাইল অপারেটরের নিরাপত্তা সমস্যাও এড়ানো যাবে। গুগলের এই নতুন পরিবর্তন নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য আরও সহজ ও নির্ভরযোগ্য টুএফএ ব্যবস্থা নিয়ে আসবে।