ঢাকা থেকে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম (২৯), সবুজ (৩০) ও শরীফুজ্জামান (২৮)। তাদের কাছ থেকে লুন্ঠিত হওয়া তিনটি মোবাইল ফোন, একটি ছুরি এবং নগদ ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
এসপি জানান, শুক্রবার রাতে সাভার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত সোমবার রাতে, যখন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতি হয়। শুক্রবার সকালে মির্জাপুর থানায় বাসে থাকা এক যাত্রী মামলা করেন।
এজাহারে বলা হয়েছে, ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মারধর করে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এর পাশাপাশি, বাসে থাকা দুই নারী যাত্রীকে যৌন নিপীড়ন করা হয়।
এ ঘটনায় প্রথমে বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করা হলেও আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এছাড়া, মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামানকে দায়িত্বে অবহেলার জন্য বরখাস্ত করা হয়েছে।