মাদারীপুরে কুমার নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার রাস্তি ও চর রুপাইয়া এলাকায় কুমার নদীর তীর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নিহত শিশু দুটি হলো কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। শিশু দুটি তরমুগরিয়া এলাকার হকার লিটন মাতুব্বরের সন্তান।
জানা গেছে, শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে থাকেন লিটন মাতুব্বর। গত ৫ ফেব্রুয়ারি মাদ্রাসা থেকে ফিরে দুপুরে বাড়ির পাশে কুমার নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় কুলসুম ও মিনহাজ। শনিবার সকালে রাস্তি ও চর রুপাইয়া এলাকায় কুমার নদীতে শিশু দুটির লাশ ভেসে ওঠে। স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে।