ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ এপ্রিলের রাতের আকাশে দুর্লভ জ্যোতির্বৈজ্ঞানিক চমক কিশোরগঞ্জে ভেজাল খাদ্য তৈরির দায়ে ৪ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে পুকুর থেকে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার গণ-অভ্যুত্থানের পর সমঝোতার সংস্কার দরকার: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিয়ে বিক্ষোভ কুয়েট শিক্ষার্থীদের আবাসিকে গ্যাস সংযোগ নিয়ে প্রতারণা: সতর্ক করলো তিতাস গ্যাস ঘুষ ও হয়রানির অভিযোগে ঠাকুরগাঁও সদর থানার ওসি স্ট্যান্ড রিলিজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামকরণ চার বছরে এসএসসি পরীক্ষার্থী কমেছে তিন লাখের বেশি

ফায়ার সার্ভিসের নোটিশ মানেনি ভবন কর্তৃপক্ষ

রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স লেদারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার পর জানা গেল এর আগেও ওই ভবনে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। একটি ২০১৪ সালে অপরটি ২০২৩ সালে। এরপর ভবনটিতে ফায়ার সেফটি নিশ্চিতের জন্য বেশ কয়েকবার নোটিশও করে ফায়ার সার্ভিস। যে নোটিশের পাত্তা দেয়নি ভবন মালিক। ফায়ার সার্ভিসকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর বছরখানেক পর আজ শুক্রবার ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ভবনটিতে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক (অপা. ও মেইন.) লে কর্নেল তাজুল  ইসলাম চৌধুরী বলেন, ভবনটিতে কোনো রকম ফায়ার সেফটি প্ল্যানই ছিল না। ছিল না অগ্নিকাণ্ড প্রতিরোধের কোনো ব্যবস্থাও। বারবার নোটিশ দেয়া হয়েছিল। ভবন কর্তৃপক্ষ মানেনি।

স্পট ব্রিফিংয়ে তিনি বলেন, ভবনটির ৫ম-৬ষ্ট তলা থেকে ৭ তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে আজ। ভবনটির বিভিন্ন ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি, কোনো কোনো ফ্লোরে কাঁচামাল ও বিভিন্ন ফ্লোরে লেদারের বিভিন্ন আইটেম ছিল। দাহ্য পদার্থও ছিল। যে কারণে আগুন উপরে উঠে যায়। তবে আমরা চেষ্টা করেছি আগুন যেন বিস্তার লাভ না করে। প্রাণপণ চেষ্টা করেছি। এখন পর্যন্ত নিহত ও আহতের কোনো সংবাদ আমরা পাইনি।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অবশ্যই তদন্ত করতে হবে। এটি ফায়ার সার্ভিসের নিয়মিত কাজ।

আগেও দুইবার আগুন লাগার পরও ফায়ার সেফটি নিশ্চিত না করায় ফায়ার সার্ভিসের গাফলতি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, গাফলতি ফায়ার সার্ভিসের নয়, গাফলতি ছিল ভবন কর্তৃপক্ষের।  কারণ আমরা প্রথমে পরামর্শ দেই। সেখানে এই ভবনের মালিকপক্ষকে বার বার নোটিশও করা হয়েছে।  গাফলতি হলে মালিকের হতে পারে, আমাদের নয়। তাছাড়া, বাণিজ্যিক ভবনে ফায়ার সেফটি থাকা বাধ্যতামূলকও।

ওই ভবনের শ্রমিকরা বলছেন, ৫ তলার একটি চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। ৫ তলায় ক্ষয়ক্ষতিও বেশির আশঙ্কা করছেন তারা।

জনপ্রিয়

রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রে ১০ হাজার নথি প্রকাশ

ফায়ার সার্ভিসের নোটিশ মানেনি ভবন কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স লেদারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার পর জানা গেল এর আগেও ওই ভবনে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। একটি ২০১৪ সালে অপরটি ২০২৩ সালে। এরপর ভবনটিতে ফায়ার সেফটি নিশ্চিতের জন্য বেশ কয়েকবার নোটিশও করে ফায়ার সার্ভিস। যে নোটিশের পাত্তা দেয়নি ভবন মালিক। ফায়ার সার্ভিসকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর বছরখানেক পর আজ শুক্রবার ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ভবনটিতে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক (অপা. ও মেইন.) লে কর্নেল তাজুল  ইসলাম চৌধুরী বলেন, ভবনটিতে কোনো রকম ফায়ার সেফটি প্ল্যানই ছিল না। ছিল না অগ্নিকাণ্ড প্রতিরোধের কোনো ব্যবস্থাও। বারবার নোটিশ দেয়া হয়েছিল। ভবন কর্তৃপক্ষ মানেনি।

স্পট ব্রিফিংয়ে তিনি বলেন, ভবনটির ৫ম-৬ষ্ট তলা থেকে ৭ তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে আজ। ভবনটির বিভিন্ন ফ্লোরে প্লাস্টিক দ্রব্যাদি, কোনো কোনো ফ্লোরে কাঁচামাল ও বিভিন্ন ফ্লোরে লেদারের বিভিন্ন আইটেম ছিল। দাহ্য পদার্থও ছিল। যে কারণে আগুন উপরে উঠে যায়। তবে আমরা চেষ্টা করেছি আগুন যেন বিস্তার লাভ না করে। প্রাণপণ চেষ্টা করেছি। এখন পর্যন্ত নিহত ও আহতের কোনো সংবাদ আমরা পাইনি।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অবশ্যই তদন্ত করতে হবে। এটি ফায়ার সার্ভিসের নিয়মিত কাজ।

আগেও দুইবার আগুন লাগার পরও ফায়ার সেফটি নিশ্চিত না করায় ফায়ার সার্ভিসের গাফলতি আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, গাফলতি ফায়ার সার্ভিসের নয়, গাফলতি ছিল ভবন কর্তৃপক্ষের।  কারণ আমরা প্রথমে পরামর্শ দেই। সেখানে এই ভবনের মালিকপক্ষকে বার বার নোটিশও করা হয়েছে।  গাফলতি হলে মালিকের হতে পারে, আমাদের নয়। তাছাড়া, বাণিজ্যিক ভবনে ফায়ার সেফটি থাকা বাধ্যতামূলকও।

ওই ভবনের শ্রমিকরা বলছেন, ৫ তলার একটি চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটে। ৫ তলায় ক্ষয়ক্ষতিও বেশির আশঙ্কা করছেন তারা।