ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মান দেখানো হয়েছে: নারী অধিকার আন্দোলন সংবাদপত্র প্রকাশে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে দেশের ৬ বিভাগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ল ১০ হাজার টাকার বেশি নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি

রাশিয়ার তেলের মজুতে ভয়াবহ আগুন

রাশিয়ার সারাতোভ অঞ্চলের অ্যাঙ্গেলস শহরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার জেরে একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়।

এ হামলায় একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছেন অঞ্চলটির গভর্নর রোমান বাসারগিন। এক প্রতিবেদনে ইউক্রেনের বার্তা সংস্থা আরবিসি ইউক্রেন জানিয়েছে, হামলায় অ্যাঙ্গেলসে একটি তেল স্থাপনায় বিস্ফোরণসহ ৪০-এরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অ্যাঙ্গেলসে রাশিয়ার বোমারু বিমানের ঘাঁটি রয়েছে।

এটি রাশিয়ার কৌশলগত টিইউ-১৬০ বোমারু বিমানগুলোর একটি প্রধান ঘাঁটি। এই বোমারু বিমানগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে এই ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করতে পারেননি সারাতোভের গভর্নর। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ শহরটির একটি শিল্প স্থাপনায় আঘাত করেছে। অগ্নি নির্বাপক দল ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।

কিয়েভ ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তেলের মজুত স্থাপনায় ব্যাপক আকারে আগুন জ্বলতে দেখা গেছে। এ ছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শহরের ওপর দিয়ে উড়তে থাকা ড্রোনগুলো নামানোর চেষ্টা করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার আগে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।

এই ঘটনার পর এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ১১টি ড্রোন ধ্বংস করেছে তারা। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া কুরস্ক, রোস্তভ, বেলগোরোদ, ব্রায়ানস্ক, ক্রাসনোদার, ভলগোগ্রাদ ও আজভ সাগরে মোট ২১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা।

ইউক্রেনীয় ড্রোন হামলাগুলো সাধারণত ইউক্রেন-রাশিয়া সীমান্তসংলগ্ন এলাকায় কেন্দ্রীভ‚ত থাকে। তবে কখনো কখনো এ ধরনের হামলা রাশিয়ার অভ্যন্তরে আরও গভীর অঞ্চলে পরিচালিত হয়। অ্যাঙ্গেলস ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে। এর আগেও অ্যাঙ্গেলসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন।

গত ১৭ তারিখে অ্যাঙ্গেলস বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সে সময় ঘাঁটিতে কয়েকটি টিইউ-৯৫ ও টিইউ-১৬০ কৌশলগত বোমারু বিমান থাকার কথা জানা যায়।

জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি

রাশিয়ার তেলের মজুতে ভয়াবহ আগুন

প্রকাশিত: ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

রাশিয়ার সারাতোভ অঞ্চলের অ্যাঙ্গেলস শহরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার জেরে একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়।

এ হামলায় একাধিক ড্রোন ধ্বংস করার দাবি করেছেন অঞ্চলটির গভর্নর রোমান বাসারগিন। এক প্রতিবেদনে ইউক্রেনের বার্তা সংস্থা আরবিসি ইউক্রেন জানিয়েছে, হামলায় অ্যাঙ্গেলসে একটি তেল স্থাপনায় বিস্ফোরণসহ ৪০-এরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অ্যাঙ্গেলসে রাশিয়ার বোমারু বিমানের ঘাঁটি রয়েছে।

এটি রাশিয়ার কৌশলগত টিইউ-১৬০ বোমারু বিমানগুলোর একটি প্রধান ঘাঁটি। এই বোমারু বিমানগুলো দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তবে এই ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করতে পারেননি সারাতোভের গভর্নর। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ শহরটির একটি শিল্প স্থাপনায় আঘাত করেছে। অগ্নি নির্বাপক দল ও জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।

কিয়েভ ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তেলের মজুত স্থাপনায় ব্যাপক আকারে আগুন জ্বলতে দেখা গেছে। এ ছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে শহরের ওপর দিয়ে উড়তে থাকা ড্রোনগুলো নামানোর চেষ্টা করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার আগে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।

এই ঘটনার পর এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ১১টি ড্রোন ধ্বংস করেছে তারা। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া কুরস্ক, রোস্তভ, বেলগোরোদ, ব্রায়ানস্ক, ক্রাসনোদার, ভলগোগ্রাদ ও আজভ সাগরে মোট ২১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা।

ইউক্রেনীয় ড্রোন হামলাগুলো সাধারণত ইউক্রেন-রাশিয়া সীমান্তসংলগ্ন এলাকায় কেন্দ্রীভ‚ত থাকে। তবে কখনো কখনো এ ধরনের হামলা রাশিয়ার অভ্যন্তরে আরও গভীর অঞ্চলে পরিচালিত হয়। অ্যাঙ্গেলস ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৭৫০ কিলোমিটার দূরে। এর আগেও অ্যাঙ্গেলসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন।

গত ১৭ তারিখে অ্যাঙ্গেলস বিমান ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। সে সময় ঘাঁটিতে কয়েকটি টিইউ-৯৫ ও টিইউ-১৬০ কৌশলগত বোমারু বিমান থাকার কথা জানা যায়।