তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সংবাদপত্র প্রকাশের প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। সোমবার (২১ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) অংশীজনের সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “সরকার কোনো সংবাদপত্র বন্ধ করতে চায় না, বরং গুণগত মানোন্নয়ন ও স্বচ্ছতার মাধ্যমে সংবাদপত্রগুলোর মধ্যে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে চায়।” তিনি জানান, সরকার একটি টাস্কফোর্স গঠন করবে, যা সংবাদপত্রের প্রকৃত প্রচারসংখ্যা নির্ধারণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, বিজ্ঞাপন হার নির্ধারণসহ সার্বিক উন্নয়নে কাজ করবে।
তিনি আরও বলেন, “যেসব সংবাদপত্র সরকারি নীতিমালা মেনে চলবে, তারা বিজ্ঞাপনসহ সরকারি সুবিধা পাবে। একইসঙ্গে গণমাধ্যমগুলো ট্যাক্স দেয় কি না, তাও যাচাইয়ের বিষয়।”
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সভায় বলেন, “যেসব সংবাদপত্রে সুষ্ঠু প্রতিযোগিতা থাকবে না, তাদের সরকারি পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত নয়।” তিনি ইংরেজি সংবাদপত্রের জন্য পৃথক নীতিমালার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম, তথ্য সচিব মাহবুবা ফারজানা, অধ্যাপক ড. গীতি আরা নাসরিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শিমুল বিশ্বাস, নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।