ঢাকা , মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ধর্মীয় বিশ্বাসের প্রতি অসম্মান দেখানো হয়েছে: নারী অধিকার আন্দোলন সংবাদপত্র প্রকাশে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত চাঁদপুর পৌরসভার তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বজ্রসহ ঝড়বৃষ্টি হতে পারে দেশের ৬ বিভাগে টানা তিন দফায় স্বর্ণের দাম বাড়ল ১০ হাজার টাকার বেশি নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা, ১২ শিক্ষককে অব্যাহতি

বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব

বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তাঁদের প্রত্যাবাসন নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

 

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, “যাঁদের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ ও খুনের মামলা রয়েছে, তাঁদের আইনের মুখোমুখি করাটাই আমাদের দায়িত্ব। শুধু আমাদের নয়, ভবিষ্যতের যেকোনো সরকারের জন্যও এটি নৈতিক দায়িত্ব।”

 

নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে ইসলামপন্থী দলগুলোর আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রতিবেদনটি ঐকমত্য কমিশনের কাছে যাবে। কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে—প্রতিবেদনের কোন অংশ গ্রহণ করা হবে, আর কোনটি হবে না।”

 

এদিকে, একই দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। এ বিষয়ে উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা কমিশনকে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন, যেহেতু এসব সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গভর্নর ইউবোর বৈঠক: চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে বাংলাদেশের প্রতিশ্রুতি

বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনা হবে: প্রেস সচিব

প্রকাশিত: এক ঘন্টা আগে

বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তাঁদের প্রত্যাবাসন নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।

 

সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, “যাঁদের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ ও খুনের মামলা রয়েছে, তাঁদের আইনের মুখোমুখি করাটাই আমাদের দায়িত্ব। শুধু আমাদের নয়, ভবিষ্যতের যেকোনো সরকারের জন্যও এটি নৈতিক দায়িত্ব।”

 

নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে ইসলামপন্থী দলগুলোর আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রতিবেদনটি ঐকমত্য কমিশনের কাছে যাবে। কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে—প্রতিবেদনের কোন অংশ গ্রহণ করা হবে, আর কোনটি হবে না।”

 

এদিকে, একই দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। এ বিষয়ে উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা কমিশনকে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন, যেহেতু এসব সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা রয়েছে।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।