বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, তাঁদের প্রত্যাবাসন নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, “যাঁদের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ ও খুনের মামলা রয়েছে, তাঁদের আইনের মুখোমুখি করাটাই আমাদের দায়িত্ব। শুধু আমাদের নয়, ভবিষ্যতের যেকোনো সরকারের জন্যও এটি নৈতিক দায়িত্ব।”
নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে ইসলামপন্থী দলগুলোর আপত্তি প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রতিবেদনটি ঐকমত্য কমিশনের কাছে যাবে। কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে—প্রতিবেদনের কোন অংশ গ্রহণ করা হবে, আর কোনটি হবে না।”
এদিকে, একই দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। এ বিষয়ে উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা কমিশনকে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন, যেহেতু এসব সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।